গোপনীয়তা নীতি
টিবিএন টোয়েন্টিফোর ডটকম পাঠক-দর্শকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনি ব্যক্তিগত কোনো তথ্য না দিয়েও এই ওয়েবসাইট দেখতে পারবেন। তবে কন্টেন্ট সংক্রান্ত মতামত দিতে চাইলে আপনাকে অবশ্যই নিবন্ধন করতে হবে। ফেইসবুক ও গুগল অ্যাকাউন্টের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের সময় আপনার দেয়া সমস্ত ব্যক্তিগত তথ্য আমরা কোনোভাবেই বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করব না। নিবন্ধনের সময় শুধু আপনার নাম, ই-মেইল, ঠিকানা ও ফোন নাম্বার তথ্য সংগ্রহ করা হবে। আপনার দেয়া এসব ব্যক্তিগত তথ্য কখনোই অন্য কোনো পক্ষের কাছে হস্তান্তর করা হবে না।
কুকিজ ও ট্র্যাকিং প্রযুক্তি
আমাদের ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করা হয় যাতে আপনার অভিজ্ঞতা উন্নত করা যায় এবং ওয়েবসাইট বিশ্লেষণ করা যায়। আপনি ব্রাউজার সেটিংস থেকে কুকিজ নিয়ন্ত্রণ করতে পারেন। তবে কুকিজ নিষ্ক্রিয় করলে কিছু ফিচার সঠিকভাবে কাজ নাও করতে পারে।
অপ্রাপ্তবয়স্কের ব্যক্তিগত তথ্য
আপনি যে দেশ থেকেই আমাদের ওয়েবসাইটে প্রবেশ করছেন, সেখানকার আইন অনুযায়ী আপনি যদি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তবে অবশ্যই বাবা-মা অথবা বৈধ আইনি অভিভাবকের সম্মতি নিয়ে ব্যক্তিগত তথ্য প্রদান করবেন। এই অনুমতি নিশ্চিত করা সম্পূর্ণ ব্যবহারকারীর দায়িত্ব। আপনার অভিভাবক ওয়েবসাইটের সব নীতির সঙ্গে একমত হলে অনুমতি ধরা হবে।
তথ্যের সুরক্ষা
আমরা আপনার ব্যক্তিগত তথ্য রক্ষা করার জন্য উপযুক্ত প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করি, যাতে অননুমোদিত প্রবেশ, পরিবর্তন বা ধ্বংস থেকে রক্ষা পাওয়া যায়। কিন্তু কোন ডিজিটাল প্ল্যাটফর্ম ১০০% নিরাপদ নয়। তাই আপনি নিজেও সতর্ক থাকবেন।
থার্ড-পার্টি সার্ভিস
নিউজ কন্টেন্টের বস্তুনিষ্ঠতা নিশ্চিত করার জন্য কনটেন্টে সংশ্লিষ্ট থার্ড-পার্টি সার্ভিসের ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে। আপনি সহজেই চিহ্নিত করতে পারবেন, কারণ তার একটি আলাদা ডিজাইন থাকবে। আমরা সাবধানতার সঙ্গে থার্ড-পার্টি সার্ভিস নির্বাচন করি। তাদের নীতিমালা সম্পর্কে বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট দেখার পরামর্শ দেয়া হয়।
ব্যবহারকারীর অধিকার
আপনি চাইলে আমাদের কাছে জমা দেওয়া আপনার ব্যক্তিগত তথ্য দেখতে, সংশোধন করতে বা মুছে ফেলতে পারেন। এছাড়া আপনার ডেটা ব্যবহারের সীমাবদ্ধতা আরোপ করার অধিকারও রয়েছে। এ জন্য আমাদের যোগাযোগ পেজ থেকে যোগাযোগ করুন।
অ্যাকাউন্ট বাতিল
আপনি যেকোনো সময় আপনার অ্যাকাউন্ট বাতিল করতে পারবেন। এই প্রক্রিয়ায় আপনি অ্যাকাউন্টের প্রকৃত মালিক তা নিশ্চিত করার জন্য অতিরিক্ত প্রমাণ সরবরাহ করতে হতে পারে। আমরা নিজস্ব বিবেচনায় কোনো নোটিশ ছাড়াই আপনার অ্যাকাউন্ট বাতিল করতে পারি।
নীতিমালা পরিবর্তন
আমরা ওয়েবসাইটকে ক্রমাগত উন্নত করছি এবং নতুন সুবিধা ও বৈশিষ্ট্য যোগ করছি। আইন ও প্রযুক্তির পরিবর্তনের কারণে এই নীতিমালা পরিবর্তিত হতে পারে। পরিবর্তন হলে ওয়েবসাইটে আপডেট করা হবে এবং আপনি নিয়মিত চেক করার জন্য উৎসাহিত হবেন।
যোগাযোগ
আমাদের গোপনীয়তা নীতিমালা নিয়ে কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকলে, অনুগ্রহ করে আমাদের যোগাযোগ পাতার মাধ্যমে যোগাযোগ করুন।