ইরান সরকারের প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাতের হুমকি নেতানিয়াহুর

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুন ১৪ ২০২৫, ১৭:২২

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার ভিডিওবার্তা দেন। স্ক্রিনশট: ইউটিউব ভিডিও

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শনিবার ভিডিওবার্তা দেন। স্ক্রিনশট: ইউটিউব ভিডিও

  • 0

নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন, ‘আয়াতুল্লাহর সরকারের প্রতিটি ক্ষেত্র ও প্রতিটি লক্ষ্যবস্তুতে আমরা আঘাত হানব।’

পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে দুই পক্ষের উত্তেজনা বৃদ্ধির মধ্যে ইরান সরকারের প্রতিটি লক্ষ্যবস্তুকে আঘাত করার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় শুক্রবারের ইসরায়েলি হামলা এবং এর প্রতিক্রিয়ায় ইসরায়েলে ইরানের আক্রমণের পর শনিবার ভিডিওবার্তায় তিনি এ হুমকি দেন।

বার্তায় ইরানের ঘোরতর শত্রু রাষ্ট্রটির সরকারপ্রধান জানান, খুব শিগগিরই ইসরায়েলি বিমান, ইসরায়েলি বিমান বাহিনী, দেশটির ‘সাহসী পাইলটরা’ তেহরানের আকাশে থাকবে।

নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন, ‘আয়াতুল্লাহর সরকারের প্রতিটি ক্ষেত্র ও প্রতিটি লক্ষ্যবস্তুতে আমরা আঘাত হানব।’

ইসরায়েলি সরকারপ্রধান দেশটির প্রতি ইরানের ‘দুই হুমকি’ নির্মূলের লক্ষ্যের কথা জানান।

ইসরায়েলের ভাষ্য অনুযায়ী, এ দুই হুমকি হলো তেহরানের পরমাণবিক সক্ষমতা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, ইরানের প্রধান পরমাণবিক ক্ষেত্রের ওপর ইসরায়েল এরই মধ্যে ‘খুবই মারাত্মক আঘাত’ হেনেছে বলে মন্তব্য করেন নেতানিয়াহু।

তিনি বলেন, ‘আমরা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষেত্রে আঘাত করেছি, যা বোমা তৈরির জন্য অত্যাবশ্যক। আমরা একই সঙ্গে সামনের সারির বিজ্ঞানীদের দলকে আঘাত করেছি, যারা প্রকল্পগুলোর নেতৃত্ব দিত।

‘এটি সুনিশ্চিতভাবেই তাদের (অগ্রযাত্রা) ব্যাহত করেছে এবং এটি সম্ভবত তাদের অনেক বছরের জন্য পিছিয়ে দেবে।’

এর আগে শুক্রবার রাতে ইরানের জনগণের উদ্দেশে বক্তব্য দেন নেতানিয়াহু।

তিনি ইরানিদের ‘রুখে দাঁড়ানোর’ আহ্বান জানিয়ে বলেন, আরও হামলা আসতে যাচ্ছে।