আইডিএফ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা তাদের অভিযান পরিচালনা করেছে।
এদিকে সিএনএন এর সংবাদকর্মীরা জানিয়েছেন, খান ইউনিস থেকে পালিয়ে যাওয়ার সময় ক্লান্ত ও ক্ষুব্ধ প্যালেস্টিনিয়ানরা ইযরায়েল ছাড়াও হামাস ও অন্যান্য আরব রাষ্ট্রের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করেছেন।
হামাসকে পুনরায় প্রবেশ থেকে বাধা দেয়ার জন্য এই অভিযানের কিছুদিন আগেও গাজার উত্তরাঞ্চলের শুজায়াহ ও মধ্যাঞ্চলের কিছু অংশে একই ধরণের অভিযান পরিচালনা করেছে আইডিএফ।
হামাস নিয়ন্ত্রিত সরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবারের হামলায় ৮৯ জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছেন এবং এখন পর্যন্ত ২৬৩ জন আহত হয়েছেন। ইযরায়েলি বাহিনী প্রায় ২০০ টি ভবন লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে।
খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের মুখপাত্র মোহাম্মাদ শাকের মঙ্গলবার সিএনএনকে জানিয়েছেন, সোমবার সকাল পর্যন্ত ৭৫ জন প্যালেস্টিনিয়ানের মৃত্যু সনদ ইস্যু করেছে তারা। নিহতদের অধিকাংশই ছিলেন নারী ও শিশু।
সিএনএন এর সাংবাদিক জিম স্কিউটোকে তিনি বলেন, ‘কেবল ভাবুন যে প্রায় ১০০ হাজার লোককে ২ ঘণ্টার মধ্যে চলে যেতে বলা হচ্ছে। এই পরিমাণ সময় বাসিন্দাদের সরে যাওয়ার জন্য যথেষ্ট নয় বলেই এত বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।’
এদিকে আইডিএফ মঙ্গলবার জানিয়েছে, তাদের বিমানগুলো অস্ত্র মজুদের স্থাপনা, হামাসের পর্যবেক্ষণ পোস্ট, হামাসের ব্যবহৃত ভূগর্ভস্থ সুড়ঙ্গসহ অন্যান্য ৫০ টিরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে।