মামদানিকে সমর্থন দিলেন প্রভাবশালী ল্যাতিনো নেতা এস্পিয়াত

এহসান জুয়েল, নিউ ইয়র্ক

প্রকাশিত: জুলাই ১০ ২০২৫, ২৩:০২ হালনাগাদ: ডিসেম্বর ৪ ২০২৫, ২১:৩৭

জোরান মামদানি ও এদ্রিয়ানো এস্পিয়াত। কোলাজ: উইকিমিডিয়া কমন্স

জোরান মামদানি ও এদ্রিয়ানো এস্পিয়াত। কোলাজ: উইকিমিডিয়া কমন্স

  • 0

প্রাইমারিতে জোরান মামদানি জয় পাওয়ার পর কুওমো প্রার্থিতা প্রত্যাহার না করায় স্পষ্টতই দুই ভাগে বিভক্ত এখন ডেমোক্র্যাটরা।

নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে অ্যান্ড্রু কুওমোকে সমর্থন করলেও চূড়ান্ত ভোটে জোরান মামদানিকে সমর্থন করেছেন নগরের প্রভাবশালী রাজনীতিবিদ এদ্রিয়ানো এস্পিয়াত।

ল্যাতিনোদের নেতা হিসেবে পরিচিত এ কংগ্রেসম্যান কংগ্রেশনাল হিস্প্যানিক ককাসের চেয়ারের দায়িত্বে রয়েছেন।

তার সমর্থনকে স্বাগত জানিয়ে জোরান মামদানি বলছেন, ট্রাম্প প্রশাসনের স্বেচ্ছাচারিতামুক্ত নিউ ইয়র্ক সিটি গড়তে একসঙ্গে সবাইকে এগিয়ে যেতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ১ মিলিয়নের বেশি ল্যাতিনো ভোটারের সমর্থন মামদানির পক্ষে গেলে তা নির্বাচনের ফলাফল পাল্টে দিতে পারে।

ডেমোক্র্যাটিক প্রাইমারির ভোট গ্রহণের আগের দিনই সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন করে তার পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেন নিউ ইয়র্ক স্টেইটের কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থার্টিন থেকে নির্বাচিত কংগ্রেসম্যান এদ্রিয়ানো এস্পিয়াত। তাকে বিবেচনা করা হয় নিউ ইয়র্কের প্রভাবশালী ডেমোক্র্যাট কংগ্রেসম্যানদের একজন হিসেবে।

নিউ ইয়র্ক সিটির প্রায় ৫ মিলিয়ন ভোটারের মধ্যে ১ দশমিক ১৫ মিলিয়ন হিস্প্যানিক, যা মোট ভোটারের প্রায় ২৩ শতাংশ।

প্রাইমারিতে জোরান মামদানি জয় পাওয়ার পর কুওমো প্রার্থিতা প্রত্যাহার না করায় স্পষ্টতই দুই ভাগে বিভক্ত এখন ডেমোক্র্যাটরা।

একদিকে সোশ্যালিস্ট হিসেবে পরিচিত মামদানিকে ঠেকাতে সোচ্চার রিপাবলিকান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, অন্যদিকে ডেমোক্র্যাটদের অনেকেও অবস্থান নিচ্ছেন মামদানির বিপক্ষে।

এমন বাস্তবতায় বৃহস্পতিবার ল্যাতিনো কমিউনিটির নেতা এস্পিয়াত জোরান মামদানিকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।

সমর্থনের কারণ হিসেবে তিনি বলেন, নিউ ইয়র্কারদের পক্ষে প্রতিদিন সকালে জেগে উঠে লড়াই করার মতো একজন মেয়র হতে পারবেন মামদানি।

রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, বৃহৎ ল্যাতিনো জনগোষ্ঠীর সমর্থন পেলে নির্বাচনে মামদানির জয় পাওয়া সহজ হবে।