ইয়েমেনে ‘বোমা মারবে না’ অ্যামেরিকা, কারণ জানালেন ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ৬ ২০২৫, ১৭:২৩

হোয়াইট হাউযের ওভাল অফিসে মঙ্গলবার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

হোয়াইট হাউযের ওভাল অফিসে মঙ্গলবার সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

  • 0

হোয়াইট হাউযের ওভাল অফিসে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প ঘোষণা দেন, হুতিরা জানিয়েছে, তারা আর লড়াই করতে চায় না।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ইয়েমেনে বোমা ছোড়া বন্ধ করবে অ্যামেরিকা।

তিনি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল ব্যাহত না করতে সম্মত হয়েছে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। এ কারণে অ্যামেরিকাও মধ্যপ্রাচ্যের দেশটিতে বোমা না ছোড়ার সিদ্ধান্ত নিয়েছে।

হোয়াইট হাউযের ওভাল অফিসে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প ঘোষণা দেন, হুতিরা জানিয়েছে, তারা আর লড়াই করতে চায় না।

এ বার্তার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘তারা বলেছে, দয়া করে আমাদের আর বোমা মারবেন না এবং আমরা আপনাদের জাহাজে আর হামলা করতে যাচ্ছি না।’

ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে হুতিদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর ইসরায়েল এবং লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছিল হুতিরা।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হুতিরা আর জাহাজ উড়িয়ে দেবে না, এমনটি বিশ্বাস করতে চায় ওয়াশিংটন।