২১ বছর পর অ্যামেরিকায় আসছে চায়নার জায়ান্ট পান্ডা

টিবিএন ডেস্ক

জুন ২৭ ২০২৪, ১৫:০৩

চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের একটি পান্ডা। ছবি: সংগৃহীত

চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের একটি পান্ডা। ছবি: সংগৃহীত

  • 0

দুই দশকেরও বেশি সময় পর লোনে অ্যামেরিকায় আসছে চায়নার জায়ান্ট পান্ডা। পান্ডাগুলো ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে আনা হচ্ছে বলে নিশ্চিত করেছে চায়নার বার্তা সংস্থা সিসিটিভি।

সিসিটিভি জানিয়েছে, ইয়ুন চুয়ান ও শিন বাও নামের পান্ডা দুইটিকে বুধবার রাতে চায়নার শিচুয়ান প্রদেশের চায়না কনজারভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ফর দ্য জায়ান্ট পান্ডার বাইফেংশিয়া ঘাঁটি থেকে একটি চার্টার্ড ফ্লাইটে করে অ্যামেরিকায় পাঠানো হয়েছে।

পান্ডা দুইটিকে ধারে অ্যামেরিকায় পাঠানোর বিষয়টি চূড়ান্ত করা হয় ফেব্রুয়ারিতে। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং চাইনিজ ও অ্যামেরিকান জনগণের মধ্যে বন্ধুত্বের দূত হিসেবে স্যান ডিয়েগো চিড়িয়াখানায় পান্ডা পাঠানোর কথা বলার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

সিসিটিভি তাদের এক প্রতিবেদনে বলেছে, ‘২০২০ এর জুলাইয়ে জন্ম নেয়া শিন বাও একটি ভদ্র ও শান্ত স্বভাবের মেয়ে পান্ডা এবং ২০১৯ সালের জুলাইয়ে জন্ম নেয়া ইয়ুন চুয়ান একটি বুদ্ধিমান ও প্রাণবন্ত পুরুষ পান্ডা।’

স্যান ডিয়েগো জু ওয়াইল্ডলাইফ অ্যালায়েন্সের এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যামেরিকার উদ্দেশ্যে পাঠানোর আগে পান্ডা দুটিকে অ্যামেরিকান ও চাইনিজ প্রতিনিধিদের উপস্থিতিতে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়। এই অনুষ্ঠানে উপহার বিনিময়সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডেরও আয়োজন করা হয়।

আরও পড়ুন: অ্যামেরিকায় শেষ জন্মদিন উদযাপন তিয়ান তিয়ানের

সিসিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, যাত্রাপথে তাদের সুস্বাস্থ্য নিশ্চিতে তাজা বাঁশ, বাঁশের অঙ্কুর, ফল, সবজি ও ভুট্টা এবং পাউরুটির সমন্বয়ে বিশেষভাবে তৈরি করা ওটু নামের খাদ্য দেয়া হয়েছে। এই ফ্লাইটে পান্ডা দুইটির সঙ্গে পাঁচজন প্রজনন ও পশু চিকিৎসা বিশেষজ্ঞও রয়েছেন।

পান্ডা দুটি যেন নতুন জায়গায় যাওয়ার পর সেখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে সেই দিকটি নিশ্চিত করতে চাইনিজ বিশেষজ্ঞরাও তাদের সঙ্গে অ্যামেরিকায় যাচ্ছেন। একই কারণে পান্ডাগুলো অ্যামেরিকায় আসার পর দর্শনার্থীরাও প্রথম কয়েক সপ্তাহ সেগুলোকে দেখার সুযোগ পাবেন না।

পশু বিশেষজ্ঞরা অনুমতি দিলেই চিড়িয়াখানা কর্তৃপক্ষ তাদের প্রথম প্রদর্শনীর তারিখ ঘোষণা করবে।