
১.৪ ট্রিলিয়ন ডলার ঘাটতি কমাবে ট্রাম্পের বাজেট: রাসেল ভট

টিবিএন ডেস্ক
জুন ৯ ২০২৫, ২:২৭

ছবি: সংগ্রহীত
- 0
মেডিকেইড ও স্ন্যাপে নজিরবিহীন কাটছাঁট করে, চার দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের করছাড় দেওয়ার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বাজেট বিল।
কোনও রকমে হাউযের অনুমোদন জোগাড় হলেও, সেনেটের চূড়ান্ত সমর্থন পাওয়া এই বিলের জন্য সহজ হচ্ছে না।
ডেমোক্র্যাট ও রিপাবলিকান – দুই পক্ষ থেকেই আসছে কড়া সমালোচনা। তবে চার জুলাইয়ের সময়সীমা সামনে রেখে জোর কদমে এগিয়ে চলছে ট্রাম্প প্রশাসন। বাজেটের খুঁটিনাটি নিয়ে আলোচনায়, ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট অফিস ডিরেক্টর রাসেল ভট ফক্স নিউযকে জানান, প্রস্তাবিত কর কর্তন বিল বাজেটে এক দশমিক চার ট্রিলিয়ন ডলারের ঘাটতি কমাবে।
ট্রাম্পের বিল বাস্তবায়ন হলে, সামনের দশ বছরে ঘাটতি দুই দশমিক চার ট্রিলিয়ন ডলার হবে বলে পূর্বাভাস দিয়েছে কংগ্রেসনাল বাজেট অফিস। জাতীয় ঋণ পাঁচ ট্রিলিয়ন ডলারে গিয়েও ঠেকতে পারে। তবে এই পূর্বাভাস উড়িয়ে দিয়ে ভট বলেন, তাদের বিশ্লেষণ সব সময় সঠিক হয় না।
দেশের অর্থনীতিকে চাঙা করতে, জুলাইয়ের মধ্যে এই বাজেট বাস্তবায়নের বিকল্প নেই বলে মনে করেন ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট অফিস ডিরেক্টর।
এদিকে, ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল ডিরেক্টর কেভিন হ্যাসেট বলেন, কর্মক্ষমতা থাকা সত্ত্বেও অনেকে সরকারি সহায়তা নিচ্ছেন। অবৈধ অভিবাসীরা মেডিকেইড ও স্ন্যাপ সহায়তা গ্রহণ করছেন। এসব দুর্নীতি বন্ধ করতেই বাজেট প্রস্তাবটি প্রস্তুত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
মেডিকেইড বা অন্য কিছু নিয়ে যদি সেনেট কোনও সংশোধনী দেয়, তা মাথা পেতে নিবেন বলেও জানান হ্যাসেট।
বিল নিয়ে মন্তব্যে, হাউয স্পিকার মাইক জনসন এবিসি নিউযকে বলেন, বিলিওনেয়ার ইলন মাস্ককে খুশি করার জন্য নয়, খেটে খাওয়া মানুষের উন্নয়নে বাজেট করছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
তবে প্রেসিডেন্ট ট্রাম্পের বাজেট বিলের কড়া সমালোচনা চালিয়ে যাচ্ছেন রিপাবলিকান সেনেটর র্যান্ড পল। ফক্স নিউয’কে এক সাক্ষাৎকারে তিনি বলেন, মাতাল কিশোর-কিশোরীদের মতো আচরণ করছে কংগ্রেসের কিছু সদস্য। এদের লাগামছাড়া খরচ প্রতি সমর্থন দেবেন না বলে আবার জানান পল।