অ্যামেরিকার যে শহরে থাকার জন্য ১৫ হাজার ডলার পাবেন বাসিন্দারা

টিবিএন ডেস্ক

মার্চ ৬ ২০২৪, ১৫:৩০

ইন্ডিয়ানা স্টেইটের একটি শহর। ছবি:সংগৃহীত

ইন্ডিয়ানা স্টেইটের একটি শহর। ছবি:সংগৃহীত

  • 0

‘পে-টু-মুভ’ ধারণাটি সবার কাছেই বেশ পরিচিত। অ্যামেরিকার বর্তমান ব্যয়বহুল জীবনে যেখানে মুদ্রাস্ফীতি, উচ্চ সুদের হার ও স্বাস্থ্যসেবার অত্যধিক খরচের চাপে অ্যামেরিকানরা সঞ্চয়ের উপায় খুঁজছেন সেখানে কর্মী স্থানান্তর প্রণোদনা প্রোগ্রাম হিসেবে পরিচিত কিছু প্যাকেজের দিকে আগ্রাহ বাড়ছে।

‘মেক মাই মুভ ডটকম’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম অ্যামেরিকার ছোট শহরগুলোতে কর্মীদের প্রণোদনা দেয়ার মাধ্যমে স্থানান্তর করে থাকে। সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে এ ধরণের প্রণোদনা দেয়া শহরের সংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। ২০২৩ সালে ৫০ হাজারের বেশি মানুষ এই প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশে ‘পে-টু-মুভ’ প্রোগ্রামের জন্য আবেদন করে।

কর্মী স্থানান্তর প্রণোদনা প্রোগ্রাম সারা দেশে পাওয়া যায়। আর্থিক প্রণোদনা ও অন্যান্য সুবিধাগুলোর পাশাপাশি কর্মীদের উৎসাহ বাড়াতে রয়েছে বিনামূল্যে জিমের সদস্য পদসহ-কর্মক্ষেত্রের সুবিধা। কিছু ক্ষেত্রে দেয়া হয় মেয়রের সঙ্গে ডিনারের সুযোগ। আরও বিভিন্ন লোভনীয় সুবিধা রয়েছে এই প্যাকেজের আওতায়।

তবে পে-টু-মুভ ধারণাটি সবার কাছে জনপ্রিয় নয়। নর্থ ক্যারোলিনাতে অবস্থিত শার্লটের একটি বুটিক ফার্ম ‘ক্রিয়েটিভ ট্যালেন্ট এন্ডেভার্স’ এর সিইও কাইল স্যামুয়েলস আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ‘এই প্রোগ্রামগুলোকে ঘিরে বিভিন্ন সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়ার সম্ভাবনা রয়েছে। কেননা নতুনদের প্রণোদনা পাওয়ায় স্থানীয়রা নিজেদের উপেক্ষিত ভাবতে পারে।’

তিনি আরও বলেছেন, এ ধরণের প্যাকেজ কমিউনিটিগুলোর মধ্যে বিভাজন তৈরি করতে পারে এবং সম্ভাব্য জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে তুলতে পারে। যা স্থানীয় বাসিন্দাদের জন্য সুখকর হবে না।

এরই মধ্যে অনেক কর্মী প্রণোদনা প্রোগ্রাম বন্ধ হয়ে গেছে। যেমন ২০২০ সালের নভেম্বরে চালু হওয়া ‘লাইফ ওয়ার্কস হিয়ার’ প্রোগ্রাম প্রযুক্তি বিষয়ে দক্ষ কর্মীদের উত্তর-পশ্চিম আরকানসাতে যাওয়ার জন্য ১০ হাজার ডলার ও একটি বিনামূল্যের বাইকের লোভনীয় সুযোগ দিয়েছে। পাঁচ বছর পর ২০২৩ সালে তারা তাদের স্থানান্তর প্রণোদনা প্রোগ্রামটি বন্ধ ঘোষণা করে।

এখনও প্রচুর লোভনীয় সুযোগ সুবিধাসহ সক্রিয় অনেক প্রোগ্রাম রয়েছে।

স্থানান্তরিত হওয়ার আগ্রহ থাকলে বিবেচনা করতে পারেন নিম্নোক্ত শহরগুলোকে:

টুলসা, ওকলাহোমা

টুলসাতে ২০১৮ সালে প্রথম দূরবর্তী কর্মী ও উদ্যোক্তাদের জন্য এ ধরণের প্রোগ্রাম শুরুর পর থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ২,৯০০ জন এই সুযোগ গ্রহণ করেছেন। এ প্রোগ্রামের আওতায় এক বছরের জন্য ১০ হাজার ডলার অফার করা হয়।

প্রোগ্রামে আবেদনকারীদের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং আবেদন করার আগে অন্তত এক বছর ওকলাহোমার বাইরে থাকতে হবে। অনুমোদনের ১২ মাসের মধ্যে টুলসাতে স্থানান্তরিত হতে হবে।

ওয়েস্ট ভার্জিনিয়া

তিন বছর ধরে শুরু হওয়া ভার্জিনিয়ার এ প্রোগ্রামে ১২ হাজার ডলারের প্রণোদনা দেয়া হয়। আরও রয়েছে রক ক্লাইম্বিং, জিপলাইনিং ও গল্ফের জন্য বিনামূল্যে পাসের মতো আউটডোর সুবিধা।

ভার্জিনিয়ার একজন মুখপাত্র জানিয়েছে সব সুবিধাসহ স্থানান্তর প্যাকেজের মূল্য বিশ হাজার ডলারের বেশি। এখন পর্যন্ত ৪২,৫০০টিরও বেশি আবেদন অনুমোদন দেয়া হয়েছে।

ইন্ডিয়ানা

আর্থিক স্থানান্তর প্যাকেজ ও সুবিধা সহ কর্মীদের স্থানান্তরে ইন্ডিয়ানা অন্যান্য স্টেইটগুলোর চেয়ে এগিয়ে। মেক মাই মুভ অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত, প্রায় ৩৪০টি পরিবার এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইন্ডিয়ানাতে স্থানান্তরিত হয়েছে।

এই প্যাকেজের সুবিধাগুলোর মধ্যে রয়েছে ইন্ডিয়ানাপোলিসের নোবলসভিলে ১৫ হাজার ডলার মূল্যের একটি প্যাকেজ ও পাঁচ হাজার ডলার স্থানান্তর অনুদান। দুটি কোর্সে বিনামূল্যে গল্ফের একটি মৌসুম ও মেয়রের সঙ্গে কফি খাওয়ার সুযোগ।

ইভান্সভিলে যোগ্য আবেদনকারীরা ৭,২০০ ডলারের একটি ইনসেনটিভের সুবিধা নিতে পারে যার মধ্যে রয়েছে পাঁচ হাজার ডলার নগদ, জাদুঘরের পাস ও অ্যামেরিকার প্রাচীনতম শহুরে ওল্ড-গ্রোথ ফরেস্টে এক বছরের সদস্যপদ।

টোপেকা, ক্যানসাস

টোপেকাতে আবেদনকারীদের ১৫ হাজার পর্যন্ত ইনসেনটিভের সুযোগ থাকে। ইতিমধ্যে ছয় হাজারের বেশি লোক আবেদন করেছে এবং প্রায় ১৫০ জনকে স্টেইটের নতুন বাসিন্দা হিসেবে বেছে নেয়া হয়েছে। প্রায় ১৭৫,০০০ বাসিন্দাদের শহরটিতে চলাচল করা খুব সহজ।

কেন্টাকি

মেকমাইমুভ এর দেয়া তথ্য অনুযায়ী কেন্টাকির বর্তমানে আটটি শহরে নতুন কর্মী নিয়োগ দেয়া হচ্ছে।

মেফিল্ড ও গ্রেভস কাউন্টিতে স্থানান্তরের জন্য ৮,৮০০ ডলারের প্যাকেজের মধ্যে রয়েছে পাঁচ হাজার ডলার নগদ, অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে স্কুল-পরবর্তী শিশুদের যত্নে ৫০ শতাংশ ছাড়। মেয়রের সঙ্গে দুপুরের খাবার ও বিনামূল্যে খাবারের উপকরণ পাবেন। বেশ কয়েকটি শহরে কর্মীদের জন্য পাঁচ হাজার ডলার নগদের পাশাপাশি অতিরিক্ত ২,৫০০ ডলার বোনাসও দেয়া হচ্ছে।

শোলস, অ্যালাবামা

অ্যালাবামার চারটি প্রধান শহর ও দুটি কাউন্টিতে বিস্তৃত রিমোট শোলস প্রোগ্রাম যোগ্য কর্মীদের ১০ হাজার ডলার পর্যন্ত অফার করে থাকে। ২০২২ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৫০টি স্টেইট থেকে ২,৩০০ টি আবেদন পেয়েছে। এছাড়া বিদেশ থেকে আরও ২২টি আবেদন পাওয়া গেছে।

এই স্টেইটের নিয়ম অনুযায়ী আবেদনকারীদের অবশ্যই কলবার্ট বা লডারডেল কাউন্টির বাইরে একজন পূর্ণ-সময়ের দূরবর্তী কর্মী হতে হবে। তাকে বার্ষিক ৫২ হাজার ডলার বা তার বেশি উপার্জন করতে হবে। নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে শোলস এলাকায় স্থানান্তরিত হতে হবে।

রচেস্টার, নিউ ইয়র্ক

রচেস্টারের প্রোগ্রাম অনুযায়ী কর্মীদের ১০ হাজার ডলার প্রণোদনা দেয়া হয় এছাড়া বাড়ি কেনার অনুদানের জন্য দেয়া হয় অতিরিক্ত নয় হাজার ডলার। রচেস্টারের প্রোগ্রামে যোগ্য হওয়ার জন্য আবেদনকারীদের অবশ্যই রচেস্টারের ডাউনটাউন থেকে তিনশ মাইলের বেশি বা নিউ ইয়র্ক ব্যতীত অন্য কোন স্টেইটে বসবাস করতে হবে। তাদের সম্পূর্ণ দূরবর্তী চাকরি থাকতে হবে এবং ১৮ বছর বা তার বেশি বয়সী হতে হবে।

অ্যালাস্কা

অ্যালাস্কা ইতিমধ্যেই এর সীমানার মধ্যে থাকা বাসিন্দাদের পার্মানেন্ট ফান্ড ডিভাইডেন্ড (পিএফডি) থেকে একটি বার্ষিক অর্থ দিয়ে থাকে যা পরিবর্তনশীল। এর আগে ২০২২ সালে প্রোগ্রামের অধীনে সর্বোচ্চ ৩,২৮৪ ডলার পাওয়া গেলেও ২০২৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই প্রোগ্রামের আওতায় সংখ্যাটি ১,৩১২ ডলারে নেমে এসেছে।

পিএফডি এর জন্য যোগ্যতার জন্য আবেদন করার আগে অবশ্যই এক বছরের জন্য অ্যালাস্কায় থাকতে হবে। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়।

মিশিগান

যোগ্যতা স্বরূপ ইন্টার্নশিপ সম্পন্নকারী বা কম্পিউটিং, ইলেকট্রনিক্স, সফ্টওয়্যার ডেভেলপমেন্ট বা প্রসেস ইঞ্জিনিয়ারিংসহ শিল্প খাতে পূর্ণ-সময়ের জন্য অবস্থান গ্রহণ করা ব্যক্তিদের এ প্রোগ্রামের আওতায় পাঁচ হাজার থেকে ১০হাজার ডলার পর্যন্ত বৃত্তি দেয়া হয়। তবে চাকরি বা ইন্টার্নশিপ অবশ্যই একটি অংশগ্রহণকারী কোম্পানির মাধ্যমে হতে হবে এবং অবশ্যই মিশিগানে কমপক্ষে ১২ মাস থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।

এ পর্যন্ত, প্রোগ্রামটি ৬২টি বৃত্তি প্রদান করেছে। বর্তমানে ৫১২ জন শিক্ষার্থী দল অংশগ্রহণ করছে। প্রাথমিক পর্যায়ে ৩৫০টি বৃত্তি প্রদান করা হবে তবে পর্যায়ক্রমে বৃত্তির সংখ্যা বাড়বে।