শরণার্থী বিতাড়নে বাধা দিলে বিচারকদেরও ছাড় নয়: প্যাম বন্ডি

টিবিএন ডেস্ক

এপ্রিল ২৬ ২০২৫, ১৩:৪৭

এটর্নি জেনারেল প্যাম বন্ডি। ফাইল ছবি

এটর্নি জেনারেল প্যাম বন্ডি। ফাইল ছবি

  • 0

প্যাম বন্ডি বলছেন, শরণার্থী বিতাড়ন অভিযানে বাধা কিংবা অবৈধ অভিবাসীকে পালাতে সহায়তা করলে বিচারকদেরও কোন ছাড় দেয়া হবে না। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বলেছেন, শরণার্থী বিতাড়ন অভিযানে বাধা কিংবা অবৈধ অভিবাসীকে পালাতে সহায়তা করলে বিচারকরাদেরও কোন ছাড় দেয়া হবে না। তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

মিলওয়াকি কাউন্টি সার্কিট জাজ হ্যানা ডুগানকে আটকের প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, কেউই আইনের উর্ধ্বে নন।এদিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পে বর্ডার যার টম হোম্যান বলেছেন, প্রশাসনের অভিযানে হস্তক্ষেপ করছেন বামপন্থী বিচারকরা। যা চলতে দেয়া যায় না।

গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের গণহারে শরণার্থী বিতাড়ন অভিযানে বাধা দেয়ায় শুক্রবার মিলওয়াকি কাউন্টি সার্কিট জাজ হ্যানা ডুগানকে আটক করে এফবিআই। সামাজিক মাধ্যমের এক বার্তায় এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল জানান, অবৈধ অভিবাসীকে সহায়তা করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে জানা যায়, শুকবার সকালে আদালতে যাওয়ার পথে পার্কিংলট থেকে হ্যানাকে আটক করেন গোয়েন্দারা। যদিও পরে তাকে ছেড়ে দেয়া হয়।এই প্রসঙ্গে ফক্স নিউযে বিচারকদের প্রতি কড়া বার্তা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, কেউই আইনের উর্ধ্বে নন। এক পর্যায়ে ডুগানের কাজকে বিকৃত মানসিকতার পরিচয় বলেও তিরস্কার করেন বন্ডি।

এদিকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পে বর্ডার যার টম হোম্যান বলেছেন, প্রশাসনের অভিযানে হস্তক্ষেপ করছেন বামপন্থী বিচারকরা। যা চলতে দেয়া যায় না।