শপথ না পড়ালে নিজেই শপথ নিয়ে মেয়রের চেয়ারে বসার হুঁশিয়ারি ইশরাকের

টিবিএন ডেস্ক

জুন ৩ ২০২৫, ১৪:২৮

ইশরাক হোসেন। ফাইল ছবি

ইশরাক হোসেন। ফাইল ছবি

  • 0

শপথ নিতে না দিলে নিজেই জনগণের সামনে শপথ নিয়ে মেয়রের চেয়ারে বসবেন-এমন হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি-সমর্থিত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়রপ্রার্থী ও বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, তাকে যদি শপথ পড়ানো না হয়, তবে তিনি নিজেই শপথ নিয়ে মেয়রের চেয়ারে বসবেন।

মঙ্গলবার ঢাকায় এক গণসংযোগ কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।

ইশরাক অভিযোগ করেন, সরকার ইচ্ছাকৃতভাবে তার শপথপ্রক্রিয়া বিলম্বিত করছে।

তিনি বলেন, ‘জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। কিন্তু আমাকে মেয়রের শপথ নিতে দেওয়া হচ্ছে না। যদি বাধা দেওয়া হয়, আমি নিজেই জনগণের সামনে শপথ নিয়ে মেয়রের কার্যালয়ে গিয়ে বসব।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তারা জনগণের রায়কে ভয় পায়। এ কারণেই একজন বৈধভাবে নির্বাচিত জনপ্রতিনিধিকেও তারা দায়িত্ব গ্রহণ করতে দিচ্ছে না।’

এ বিষয়ে নির্বাচন কমিশন কিংবা সরকারিভাবে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।