অ্যামেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বুধবার এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, যা অন্তত ১.২ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক বিনিময় চুক্তি হয়েছে।
চুক্তির অংশ হিসেবে কাতার এয়ারওয়েজ বোয়িং কোম্পানির কাছ থেকে ২১০টি ৭৮৭ ড্রিমলাইনার এবং ৭৭৭এক্স বিমান ক্রয় করবে, যার মোট মূল্য ৯৬ বিলিয়ন ডলার। এই চুক্তি বোয়িংয়ের ইতিহাসে সর্ববৃহৎ বিমান অর্ডার হিসেবে বিবেচিত হচ্ছে। এটি অ্যামেরিকায় বছরে প্রায় ১,৫৪,০০০ কর্মসংস্থান সৃষ্টি করবে।
চুক্তির আওতায়, কাতার আল উদেইদ বিমান ঘাঁটি উন্নয়নে ৩৮ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামেরিকা। এই বিনিয়োগের মাধ্যমে বিমান প্রতিরক্ষা এবং সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি পাবে বলেও জানানো হয়।
চুক্তির পাশাপাশি কাতার ট্রাম্পকে একটি বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ বিমান উপহার দিয়েছে। যার মূল্য ৪০০ মিলিয়ন ডলার।
এই চুক্তি যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করবে। চুক্তিটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাতার সফরের সময় স্বাক্ষরিত হয়, যা দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করে।
এই চুক্তির মাধ্যমে কাতার এয়ারওয়েজ তাদের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের পথে আরও এক ধাপ এগিয়ে গেল, যা বৈশ্বিক বিমান পরিবহন শিল্পে তাদের অবস্থানকে আরও সুদৃঢ় করবে।