
ট্রাম্পের শুল্কারোপের পর পাল্টা শুল্কের ঘোষণা ক্যানাডা-ইইউ’র

রিপোর্টঃ নিউয ডেস্ক
মার্চ ১৩ ২০২৫, ১:০১
.jpg)
ডনাল্ড ট্রাম্প; ছবিঃসংগৃহীত
- 0
ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক কার্যকরের পর, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে, ক্যানাডা, মেক্সিকো, বৃটেইন ও ইউরোপিয়ান ইউনিয়ন। বুধবার, পৃথক বিবৃতিতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশগুলো।
দেশের বাজেট ঘাটতি মেটানো ও আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে, বিশ্ব বাণিজ্যে একের পর এক শুল্ক আরোপের ঘোষণা দিয়ে চলেছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সে অনুযায়ী বুধবার থেকে সব দেশের ইস্পাত ও অ্যালুমিনিয়ামজাত পণ্যে, বসানো হয়েছে বাড়তি ২৫ শতাংশ শুল্ক। এর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে, ক্যানাডা, জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ।
ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করে বার্লিনে এক সংবাদ সম্মেলন করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলয। এসময় তিনি বলেন, বাণিজ্যের পথে এসব বাধা দ্রুত কমানো প্রয়োজন। শলয মনে করেন অ্যামেরিকার শুল্ক সংক্রান্ত এই সিদ্ধান্তটি ঠিক নয়। এর দ্রুত ও যথাযথ প্রতিক্রিয়া জানাতে, ইউরোপিয়ান কাউন্সিলের প্রস্তাবগুলো খতিয়ে দেখছে তারা।
একই সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টা জানান, ইউরোপ একটি নির্ভরযোগ্য বাণিজ্য এলাকা। এর বাণিজ্য সুবিধা কাজে লাগাতে, একাধিক চুক্তি করা যেতে পারে। তবে, পাল্টাপাল্টি শুল্ক আরোপে কেবল মূল্যস্ফীতিই বাড়বে বলে মনে করেন তিনি।
বৃটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, এর একটি বাস্তবসম্মত সমাধান বের করতে আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন তারা।
ট্রাম্প প্রশাসনের সাথে আলোচনার মাধ্যমে একটি সুষ্ঠ সমাধানের আশায় ইউরোপের আরেক দেশ--ফ্রান্স। অ্যামেরিকার শুল্ক আরোপের বিষয়ে এদিন তাদের অবস্থান স্পষ্ট করেন, সরকারের মুখপাত্র সোফি প্রিমাস। তিনি বলেন, এই বাণিজ্য যুদ্ধ চলতে থাকলে, আদতে ক্ষতিগ্রস্ত হবে ইউরোপের ভোক্তারাই। এ কারণে আমরা হুঁশিয়ারি নয়, বরং ট্রাম্প প্রশাসনের সাথে সমঝোতা করতে আগ্রহী। আশা করছি, ট্রাম্প প্রশাসনও এতে কিছূটা ছাড় দেবে।
অন্যদিকে, ট্রাম্পের শুল্ক আরোপের বিপরীতে পাল্টা ২৬ বিলিয়ন ইউরোর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।
বুধবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, দুই ধাপে আরোপ করা এই শুল্ক, আগামী ১৩ই এপ্রিলের মধ্যে কার্যকর হবে। ইউরোপের ভোক্তা এবং ব্যবসার স্বার্থে, এই শুল্কের আওতায় অন্তর্ভুক্ত হবে--জাহাজ, অ্যালকোহল ও মোটরসাইকেলসহ বিভিন্ন পণ্য। লিয়েন বলেন, তবে এর মাঝে যে কোনো আলোচনায় অংশ নেয়ার সুযোগ রয়েছে অ্যামেরিকার।
ইইউ’র মতো পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে ক্যানাডা। ইউএসএমসিএ বাণিজ্য চুক্তি অনুযায়ী একই পরিমাণ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। বৃহস্পতিবার থেকে এটি কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন, ক্যানাডার অর্থমন্ত্রী, ডমিনিক লি-ব্ল্যাঙ্ক।
ক্যানাডার পরবর্তী প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, কারখানাগুলোর ওপর এর প্রভাব প্রশমনে, ক্ষুদ্র যন্ত্রাংশ, কম্পিউটার ও সার্ভার, ডিসপ্লে মনিটর, ক্রীড়া সরঞ্জাম এবং ঢালাই-লোহার পণ্যের ওপরও অতিরিক্ত শুল্ক আরোপের পরিকল্পনা রয়েছে তাদের।
তবে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লওডিয়া শেইনবম বলেছেন, এতো তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া জানাবে না দেশটি। তিনি আরো বলেন, আমরা ২রা এপ্রিল পর্যন্ত অপেক্ষা করব এবং তারপর সিদ্ধান্ত নেব যে, অ্যালুমিনিয়াম ও স্টিলের ক্ষেত্রে পারস্পরিক শুল্ক আরোপ করা হবে কি-না। অথবা পরিস্থিতি কীভাবে এগোবে তার উপর নির্ভর করবে।