ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ফের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্রটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি-আইআরএনএ বা ইরনা শনিবার রাতে এ তথ্য জানায়।
ইরানের সামরিক স্থাপনা, শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে শুক্রবার শুরুর সময়ে প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল। এর জবাবে পাল্টা আক্রমণ করে ইরান। এর পর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে।
ইসরায়েলে ইরানের হামলার খবরের মধ্যে তেহরানের শাহরানে ইসরায়েলি হামলার খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম।
সামরিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েল সেনাবাহিনীর রেডিও জানায়, ইরান রাতে আরও ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিয়েছে বলে জানতে পেরেছেন সেনা গোয়েন্দারা।
ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম-এমডিএ রবিবার শুরুর সময়ে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে পশ্চিম গ্যালিলি অঞ্চলের টামরা শহরে কমপক্ষে একজন, বিশের ঘরে থাকা এক নারী, নিহত হন।
ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেস শনিবার জানায়, গ্যালিলি অঞ্চলে হামলার শিকার চার তলা ভবনে কাজ করেন ফায়ারফাইটাররা।
তারা একজন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পাশাপাশি আটকে পড়া ব্যক্তিদের সন্ধান শুরু করেন।
চার তলা ভবনটির কাছে আক্রান্ত আরেকটি স্থানে তল্লাশি চালানোর কথা জানায় ফায়ার সার্ভিস।
লোয়ার গ্যালিলি এলাকায় জ্বলতে থাকা একটি কৃষি ভবনে কাজ করেন বাহিনীর তিন সদস্য।