জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, নেই তাসকিন

টিবিএন ডেস্ক

এপ্রিল ৮ ২০২৫, ১৪:১৬

ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। ফাইল ছবি

ইনজুরির কারণে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। ফাইল ছবি

  • 0

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। ইনজুরির কারণে বাদ পড়েছেন পেইসার তাসকিন আহমেদ। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেইসার তানজিম হাসান সাকিব।

সবশেষ উইন্ডিজ সিরিজের দলে না থাকা মুশফিকুর রহিমও ফিরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দলে। পিএসএল খেলার কথা থাকায় দলে নেই লিটন দাস। অন্যদিকে বাদ পড়েছেন শাহাদাত হোসেন, হাসান মুরাদ ও শরিফুল ইসলাম। উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আছেন জাকের আলি ও মাহিদুল অঙ্কন।

এই সিরিযে সহকারী অধিনায়ক করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। শান্ত-মুশফিকের পাশাপাশি টপ অর্ডারে মাহমুদুল হাসান, সাদমান, জাকির ও মুমিনুলের ওপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। পেইস আক্রমণে তানজিম ও খালেদের সঙ্গে দেখা যাবে নাহিদ রানা ও হাসান মাহমুদকে। স্পিনে মিরাজ-তাইজুলের সঙ্গে থাকবেন নাঈম হাসান।