কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের পর বৃহস্পতিবার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হয়েছে ‘বিগ, বিউটিফুল বিল’ হিসেবে পরিচিত কয়েক ট্রিলিয়ন ডলারের কর কর্তন ও ব্যয়ের বিলটি।
উত্তেজনাপূর্ণ ২৪ ঘণ্টার আলোচনা ও সিদ্ধান্ত নিতে বাধ্য করার পর বিলটি এখন যাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ডেস্কে।
এনবিসি নিউজ জানায়, ৪ জুলাইয়ের মধ্যে বিলটি পাসে ডনাল্ড ট্রাম্পের তাগিদের মধ্যে ২১৮-২১৪ ভোটে হাউসে পাস হয় এটি। এর মধ্য দিয়ে চার মাসের বেশি সময় ধরে চলা কঠিন প্রক্রিয়ার অবসান হলো।
ট্রাম্পের অভ্যন্তরীণ এজেন্ডার বিলটি পাসের পক্ষে বড় পরিসরে ঐক্যবদ্ধ ছিল রিপাবলিকান পার্টি, তবে দলটির দুই আইনপ্রণেতা টমাস ম্যাসি ও ব্রায়ান ফিটজপ্যাট্রিক এই বিল পাসের বিপক্ষে ভোট দেন।
অ্যামেরিকার স্বাধীনতা দিবস ৪ জুলাই, শুক্রবার ট্রাম্পের সইয়ের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর আইনসভায় তার দলের সবচেয়ে বড় অর্জন এটি।
৮৮৭ পৃষ্ঠার এ প্যাকেজে ২০১৭ সালে ট্রাম্পের কর কর্তনের সিদ্ধান্তের পরিসর আরও বাড়ানো হয়েছে। এ বিলে বকশিস ও অতিরিক্ত সময় কাজের ওপর কর সাময়িকভাবে কর্তন করা হয়েছে।
এ বিলে সামরিক খাতে শত শত বিলিয়ন ডলার ব্যয়ের পাশাপাশি ট্রাম্পের গণবিতাড়ন পরিকল্পনা বাস্তবায়নের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মেডিকএইডের অধীনে ব্যয় ৯৩০ বিলিয়ন ডলার কাটছাঁট করা হয়েছে। যদিও ট্রাম্প এ কর্মসূচিতে হাত না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
এ বিল আইনে রূপ নিলে জাতীয় ঋণ এক দশকে বেড়ে দাঁড়াবে তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলারে।