২০ বিমান দিয়ে ইয়েমেনে হামলা ইসরায়েলের, কমান্ড সেন্টারে নেতানিয়াহু

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ৫ ২০২৫, ১৯:৫৭

ইয়েমেনে সোমবার হুতিদের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে উড্ডয়নের প্রস্তুতিতে থাকা ইসরায়েলি বিমান বাহিনীর কয়েকটি যুদ্ধবিমান। ছবি: ইসরায়েল ডিফেন্স ফোর্সেস

ইয়েমেনে সোমবার হুতিদের লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে উড্ডয়নের প্রস্তুতিতে থাকা ইসরায়েলি বিমান বাহিনীর কয়েকটি যুদ্ধবিমান। ছবি: ইসরায়েল ডিফেন্স ফোর্সেস

  • 0

ইসরায়েলি বিমান বাহিনীর ২০টির মতো যুদ্ধবিমান দিয়ে সোমবার সন্ধ্যায় ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনে সোমবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনীর ২০টির মতো যুদ্ধবিমান দিয়ে সোমবার সন্ধ্যায় ইয়েমেনে হুতিদের লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

ইসরায়েলের সেনাবাহিনী আরও জানায়, ইয়েমেনের হোদেইদাহ বন্দর এবং কাছাকাছি শহর বাজিলের একটি কংক্রিট কারখানায় ৫০টি বোমা নিক্ষেপ করা হয়েছে।

যুদ্ধবিমানগুলো উড্ডয়নের আগের ছবিও প্রকাশ করে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইয়েমেনে হামলার সময় ইসরায়েলের বিমান বাহিনীর সদরদপ্তরে কমান্ড সেন্টারে বসে তা তদারকি করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

সেখানে উপস্থিত ছিলেন ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামিরসহ আইডিএফের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ইয়েমেন থেকে রবিবার হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বন্দর সংলগ্ন এলাকায়। এর ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

এ হামলার জবাবে হুতি ও ইরানের বিরুদ্ধে ব্যবস্থার হুমকি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বেন গুরিয়ন বিমানবন্দরে হামলার দায় স্বীকার করে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী জানায়, গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এ হামলা চালানো হচ্ছে।