ছবিতে হোয়াইট হাউযের হ্যালোইন

টিবিএন ডেস্ক

অক্টোবর ৩১ ২০২৪, ১৬:৩০

‘ট্রিক অর ট্রিটার্স’ পার্টিতে শিশুদের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

‘ট্রিক অর ট্রিটার্স’ পার্টিতে শিশুদের সঙ্গে প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: সংগৃহীত

  • 0

প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার হোয়াইট হাউযে তার শেষ হ্যালোইনে শিশুদের জন্য ‘ট্রিক অর ট্রিটার্স’ নামে দারুণ একটি পার্টির আয়োজন করেন। অনুষ্ঠানে ফার্স্ট লেডি জিল বাইডেন পান্ডার সাজে উপস্থিত ছিলেন। দেখে নেয়া যাক অনুষ্ঠানে প্রেসিডেন্টের সঙ্গে শিশুদের দারুণ কিছু মুহূর্ত।

হোয়াইট হাউযে হ্যালোইনের জন্য ‘ট্রিক অর ট্রিটার্স’ উদযাপনের সময় প্রেসিডেন্ট জো বাইডেন মজা করে একটি শিশুকে কামড় দিচ্ছেন।
স্পাইডার ম্যান সাজে আসা এক শিশুকে দেখে অবাক হওয়ার ভঙ্গি প্রেসিডেন্টের।
জো বাইডেনের সঙ্গে পান্ডার সাজে ফার্স্ট লেডি জিল বা ইডেন।
হ্যালোইনে কোলের শিশুর দিকে তাকিয়ে আছেন প্রেসিডেন্ট।
মুরগির পোশাকে আসা এক ব্যক্তির দিকে তাকিয়ে আছেন বাইডেন।
দমকল কর্মীর পোশাকে আসা শিশুর হেলমেট ঠিক করে দিচ্ছেন প্রেসিডেন্ট।
জো বাইডেনের সামনে উৎসুক শিশুদের ভিড়।
দুই সন্তানকে নিয়ে হোয়াইট হাউযের পার্টিতে পিতা।
ট্রিক-অর-ট্রিটার উদযাপনে হোয়াইট হাউযের বাইরে মানুষের ভিড়।