রুশ হামলার পর যুদ্ধ শুরুর জন্য যেলেন্সকিকে দুষলেন ট্রাম্প

টিবিএন ডেস্ক

এপ্রিল ১৫ ২০২৫, ১৪:৫১

ফাইল ছবি

ফাইল ছবি

  • 0

ইউক্রেইনের সুমি শহরে রাশিয়ার হামলায় ৩৫ জন নিহত ও ১১৭ জন আহত হওয়ার পরদিন হোয়াইট হাউযে সংবাদ সম্মেলনে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এমন এক সময়ে প্রেসিডেন্টের এ মন্তব্য এলো, যখন ইউরোপের নেতারা সুমিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইউক্রেইনে যুদ্ধ শুরুর জন্য আবারো দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির যেলেন্সকিকে দোষারোপ করেছেন। যুদ্ধে অসংখ্য মৃত্যুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশাপাশি তিনি ইউক্রেইনের প্রেসিডেন্টকেও দায় দিয়েছেন ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজে সংবাদ সম্মেলনে ইউক্রেইনে যুদ্ধের জন্য সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকেও দায়ী করেন প্রেসিডেন্ট।

ইউক্রেইনের সুমি শহরে রাশিয়ার হামলায় ৩৫ জন নিহত ও ১১৭ জন আহত হওয়ার পরদিন হোয়াইট হাউযে সংবাদ সম্মেলনে রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এমন এক সময়ে প্রেসিডেন্টের এ মন্তব্য এলো, যখন ইউরোপের নেতারা সুমিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রবিবার চালানো এ হামলাকে এ বছর ইউক্রেইনের বেসামরিকদের ওপর চালানো সবচেয়ে প্রাণঘাতী রুশ হামলা হিসেবে দাবি করেছে কিয়িভ। হামলা প্রসঙ্গে জানতে চাইলে ট্রাম্প বলেন, ২০ গুণ বেশি বড় দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার দায় ইউক্রেইনের প্রেসিডেন্টের।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবার পর ট্রাম্প একাধিকবার যেলেন্সকির সঙ্গে বিবাদে জড়িয়েছেন। যুদ্ধ শুরুর জন্য ইউক্রেইনকে দায়ী করতে তাকে আগেও দেখা গেছে। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউজে দুই দেশের প্রেসিডেন্ট সবার সামনেই নজিরবিহীন তর্কে জড়িয়েছিলেন। ট্রাম্প সেসময় যেলেন্সকিকে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলার’দায়ে অভিযুক্ত করেন। পুতিনের সঙ্গেই আগে শান্তি আলোচনায় না বসায়, ইউক্রেইনের প্রেসিডেন্টকে কড়া ভাষায় তিরস্কারও করেন তিনি।

ইউক্রেইন সেন্টার ফর ডিফেন্স স্ট্যাটেজিসের প্রোগ্রাম ডিরেক্টর ভিক্টোরিয়া ডভিচেঙ্কো বিবিসি নিউজকে বলেন, অ্যামেরিকার সহায়তা পেতে হলে ইউক্রেইনের প্রেসিডেন্টকে তার অবস্থান পরিস্কার করতে হবে। অন্যথায়, রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের জন্য অ্যামেরিকার সামরিক সহায়তা পাওয়ার বিষয়টি নিয়ে ভলোদিমির যেলেন্সকিকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।


0 মন্তব্য

মন্তব্য করুন