পরমাণু সমৃদ্ধকরণ সীমিত করা নিয়ে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের আলোচনার মধ্যেই শুক্রবার ইরানে হামলা করে ইসরায়েল। এর পর থেকে পরস্পরের ওপর পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে দুই দেশ।
ইসরায়েলি হামলায় কমপক্ষে ২২৪ নাগরিক নিহতের তথ্য জানিয়েছে ইরান। অন্যদিকে ইরানের হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হওয়ার খবর দিয়েছে ইসরায়েল।
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটির বিরুদ্ধে হামলা চালিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কী অর্জন করতে চান, তা আল জাজিরাকে জানিয়েছেন এক বিশ্লেষক।
লন্ডনভিত্তিক থিংক ট্যাংক চ্যাটাম হাউসের কনসালটিং ফেলো ইয়োসি মেকেলবার্গ বলেন, ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের মাধ্যমে কয়েকটি লক্ষ্য অর্জন করতে চান নেতানিয়াহু।
এ বিশ্লেষকের মতে, নেতানিয়াহুর ঘোষিত লক্ষ্য ইরানের পারমাণবিক সক্ষমতাকে লক্ষ্যবস্তু বানানো এবং দেশটির আঞ্চলিক প্রভাব কমানো।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার জানিয়েছিলেন, হামলার মাধ্যমে ইসরায়েল ইরানের সরকার পরিবর্তন করতে চায় না, তবে মেকেলবার্গের মতে, ইসরায়েল স্পষ্টত সেটি দেখতে চাইবে। যদিও এটি বাস্তবসম্মত সম্ভাব্য ফল নয়।
ইরানের সঙ্গে বর্তমান সংঘাতের ফলে দুর্নীতির অভিযোগের বিচার অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিতে পারছেন নেতানিয়াহু।
এ বিষয়ে মেকেলবার্গ বলেন, দুর্নীতির মামলায় গত কয়েক সপ্তাহে আদালতে তথ্যপ্রমাণ হাজির করেছেন নেতানিয়াহু, এটি পুনঃপরীক্ষা করেছে প্রসিকিউশন। যদিও ইরানের ওপর হামলা এ প্রক্রিয়াকে দীর্ঘ সময়ের জন্য স্থগিত রাখবে।