কারাগারে থেকেও মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন দুতার্তে

টিবিএন ডেস্ক

মে ১৩ ২০২৫, ১৩:২৩

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ছবি: এএফপি

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ছবি: এএফপি

  • 0

৮০ শতাংশ ভোট গণনার পর প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, কারাগারে থাকা দুতার্তে ফিলিপাইনের দাভাও শহরের মেয়র নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে আট গুণেরও বেশি ভোট পেয়ে পেয়েছেন।

মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতের অধীনে আটক থাকা ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নিজ শহরের মেয়র নির্বাচিত হচ্ছেন।

অনুষ্ঠিত নির্বাচনে সোমবার ৮০ শতাংশ ভোট গণনার পর প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, দুতার্তে ফিলিপাইনের দাভাও শহরের মেয়র নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে আট গুণেরও বেশি ভোট পেয়ে পেয়েছেন।

এছাড়া সোমবার দেশটিতে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটিং চললেও, ইলেকট্রনিক ভোট কাউন্টিং মেশিনে কারিগরি সমস্যার কারণে কিছু কেন্দ্রে ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে। মোট ১৮ হাজারের বেশি পদে এই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

রয়টার্স জানিয়েছে, সবশেষ আসা ভোটের ফল অনুযায়ী প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জুনিয়রের মিত্ররা প্রত্যাশার চেয়ে কম ভোট পেয়েছেন। অন্যদিকে রদ্রিগো ‍দুতার্তের মেয়ে ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের সঙ্গে ফার্দিনান্দের প্রতিদ্বন্দ্বিতা বেশ লক্ষ্যনীয় ছিল এবারের ভোটে।