হোয়াইট হাউযের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে ৩ মে প্রকাশ করা হয়েছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে বানানো পোপের পোশাক পরা প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি ছবি।
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক এবং নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে ট্রাম্পের এমন ছবি প্রকাশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন ক্যাথলিক খ্রিষ্টানরা।
নিউ ইয়র্ক স্টেইট ক্যাথলিক কনফারেন্সের অভিযোগ, ট্রাম্প তাদের বিশ্বাসকে নিয়ে ঠাট্টা করেছেন।
এমন বাস্তবতায় ট্রাম্প সোমবার বলেছেন, এআই দিয়ে পোপের ছবি বানানোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
তার ভাষ্য, এমনটি করা হয়েছে মজার ছলে।
রয়টার্স জানায়, হোয়াইট হাউযের ওভাল অফিসে ট্রাম্প রিপোর্টারদের বলেন, ‘আমি গত (রবিবার) সন্ধ্যায় এটা (ছবি) দেখলাম।’
ওই সময় তিনি জানান, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ছবিটিকে ‘কিউট’ বলেছেন।
এর আগে রবিবার অ্যামেরিকার কার্ডিনাল টিমোথি ডোল্যান বলেন, এআই দিয়ে ট্রাম্পের ছবি বানিয়ে পোস্ট করা ভালো কাজ ছিল না।
এ ঘটনার জন্য অনুভূতিতে আঘাত পাওয়া ক্যাথলিকদের কাছে হোয়াইট হাউযের ক্ষমা চাওয়া উচিত কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি এ কার্ডিনাল।