মহাকাশে নাসার দুই নভোচারী বুচ উইলমোর এবং সানি উইলিয়ামসের মিশনটি মূলত আট দিনের জন্য পরিকল্পিত ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুলের যান্ত্রিক ত্রুটির কারণে তাদের সেখানে অবস্থান দীর্ঘায়িত হয়। এক প্রকার বাধ্য হয়েই ৯টি মাস তাদের কাটাতে হয়েছে ইন্টারন্যাশনাল স্পেইস স্টেশনে।
অবশেষে স্পেইস এক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলের মাধ্যমে তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়। আটকে পড়া দুই নভোচারীকে ফিরিয়ে আনতে মহাকাশে যাত্রা করে ক্রু-নাইন মিশন শুরু হয়। মঙ্গলবার রাত ১ টায় পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে ১৭ ঘণ্টার পথ পাড়ি দিয়ে ফ্লোরিডা উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে অবতরণ করে তাদের বহনকারী ক্যাপসুলটি।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী হওয়ায় প্যারাশুটের সাহায্যে গতি কমিয়ে ক্যাপসুলটি নিরাপদে সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়।
এই দীর্ঘ মিশনে বুচ উইলমোর এবং সানি উইলিয়ামস বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রমে অংশ নেন।
সানি উইলিয়ামসের জন্য এটি ছিল তৃতীয় মহাকাশ যাত্রা। ৬০৮ দিন অবস্থান করে অ্যামেরিকার দ্বিতীয় নভোচারী হিসেবে সবচেয়ে বেশি সময় মহাকাশে থাকার নজির গড়লেন তিনি।
মিশনটি দীর্ঘ হয়ে যাওয়ায় এটি নভোচারীদের ধৈর্য, দক্ষতা এবং অভিযোজন ক্ষমতার প্রমাণ বহন করে। যা ভবিষ্যতে মহাকাশ গবেষণার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা নাসার বিজ্ঞানীদের।