
হারিয়ে যাওয়া পোষা প্রাণী খুঁজতে ব্যবহৃত হচ্ছে ড্রোন

টিবিএন ডেস্ক
ফেব্রুয়ারি ১৭ ২০২৫, ১১:৫০
.jpg)
প্রতীকী ছবি।
- 0
হারিয়ে যাওয়া কুকুর বা পোষা প্রাণীর সন্ধানে অত্যাধুনিক ভিডিও ক্যামেরার ব্যবহার করছেন তাদের মালিকরা।
এসব প্রাণীদের ড্রোনের সাহায্যে খুঁজে বের করতে ড্রোন অপারেটরদের অর্থ প্রদান করছেন তারা। আর হারিয়ে যাওয়া প্রিয় প্রাণীটি খুঁজে পেয়ে স্বস্তি প্রকাশ করছেন পেট মালিকরা।
দীর্ঘ যন্ত্রণাদায়ক তল্লাশির পর ড্রোন, অত্যাধুনিক থার্মাল ও ভিডিও ক্যামেরার সাহায্যে ধরা পড়ে রোমাঞ্চকর একটি মুহূর্ত। অবশেষে খুঁজে পাওয়া যায় ডেভিড নোয়াক ও কেইটি বেলমন্টির হারিয়ে যাওয়া পোষা কুকুর চার্লিকে।
শিকাগোর নোয়াক ও বেলমন্টি দম্পতি তাদের এই আবেগঘন মুহূর্তকে কখনই ভুলবেন না। প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ ২ বছর বয়সি ছোট কুকুর ছানাকে খুঁজতে নানাভাবে চেষ্টা করেছেন তারা।
নিজের পোষা প্রাণী টিকে খুঁজতে তারা আশপাশের বিভিন্ন স্থানে পোস্টার বিলি করেছেন। তবে কেউ খোঁজ দিতে পারেনি চার্লির। নোয়াক ও বেলমন্টি দম্পতি ভেবেই নিয়েছিলেন হয়তো কেউ কুকুরটি চুরি করেছে।
অবশেষে সামাজিক মাধ্যম থেকে তারা একটি ব্যতিক্রমী উপায় খুঁজে পান তাদের পোষা প্রাণীটিকে খুঁজতে। ওই দম্পতি পেশাদার অনুসন্ধানী দল মাইক এয়ারকে ভাড়া করেন। দলের প্রধান মাইক স্মিথ বিশেষ ধরনের ড্রোনের সাহায্যে তার অনুসন্ধান কাজ পরিচালনা করে থাকেন।
মাইকের কাছে থাকা ২০ গুন জুম করতে সক্ষম ভিডিও ক্যামেরা গহীন বনে লুকিয়ে থাকা প্রানীদের খুঁজে বের করতে পারে।
মূলত স্মিথ তার ড্রোনের সাহায্যে তাপের উৎস থেকে থার্মাল অবয়ব চিহ্নিত করে থাকে। এরপর ভিডিও মোডের সাহায্যে সেখানে থাকা মানুষ বা প্রাণী শনাক্ত করেন।
হারিয়ে যাওয়া পোষা প্রাণী খুঁজে বের করাই এখন স্মিথের জন্য গুরুত্বপূর্ণ কাজ হয়ে উঠেছে।
দেশজুড়ে বর্তমানে হারিয়ে যাওয়া পোষা প্রাণী খুঁজতে ড্রোন ব্যবহারের প্রবণতা বেড়েছে। পেট মালিকরা তাদের আদরের প্রাণীটিকে খুঁজে পেতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। ড্রোন অপরেটরদের তারা ১০০ ডলার প্রদান করছেন শুধু তাদের পছন্দের প্রাণীটির সন্ধান দিতে।
ওকলাহোমা থেকে কলোরাডো কিংবা ম্যাসাচুসেটসে জনপ্রিয় এই অত্যাধুনিক প্রযুক্তিটি চার্লির মতো অনেক পোষা প্রাণীকে ঘরে ফেরাতে সাহায্য করছে। হাসি ফুটিয়ে তুলছে পোষা প্রাণীর মালিকদের মুখে।