দেশটির বার্তাসংস্থা কেসিএনএ জানিয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চায়না, রোমানিয়াসহ আরও কয়েকটি দেশ থেকে ক্রীড়াবিদরা পিয়ংইয়ংয়ে হাজির হয়েছেন। ১৫ এপ্রিল নর্থ কোরিয়ার প্রতিষ্ঠাতা এবং বর্তমান নেতা কিম জং উনের দাদা কিম ইল সাংয়ের জন্মদিন।
মূলত কিম ইলের জন্মদিন উদযাপনে একাধিক অনুষ্ঠানের অংশ হিসেবে পিয়ংইয়ং আন্তর্জাতিক ম্যারাথন আয়োজন করা হয়েছে।