কমেডিয়ান রোজি ও’ডনেলের নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প

টিবিএন ডেস্ক

প্রকাশিত: জুলাই ১২ ২০২৫, ২৩:২১

কমেডিয়ান রোজি ও’ ডনেল ও ডনাল্ড ট্রাম্প। ছবি: গেটি ইমেজেস/এনবিসি নিউজ

কমেডিয়ান রোজি ও’ ডনেল ও ডনাল্ড ট্রাম্প। ছবি: গেটি ইমেজেস/এনবিসি নিউজ

  • 0

এ হুমকির মধ্য দিয়ে দুই ব্যক্তির মধ্যে কয়েক দশক ধরে চলা দ্বন্দ্বকে নতুন করে উসকে দিলেন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শনিবার কমেডিয়ান রোজি ও’ডনেলের নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি দিয়েছেন, যেটা আইনিভাবে করতে সক্ষম হবেন না তিনি।

এ হুমকির মধ্য দিয়ে দুই ব্যক্তির মধ্যে কয়েক দশক ধরে চলা দ্বন্দ্বকে নতুন করে উসকে দিলেন প্রেসিডেন্ট।

নিজ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শনিবার ট্রাম্প লিখেন, ‘রোজি ও’ডনেল আমাদের মহান দেশের জন্য সুফল বয়ে আনবে না বলে আমি তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। তিনি মানবতার জন্য হুমকি এবং তার উচিত চমৎকার দেশ আয়ার‌ল্যান্ডে থাকা, যদি তারা তাকে চায়। ঈশ্বর অ্যামেরিকাকে আশীর্বাদ করুন!’

এনবিসি নিউজ জানায়, সাংবিধানিকভাবে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার বৈধতা নেই অ্যামেরিকার প্রেসিডেন্টের। যদিও ট্রাম্প এ হুমকি দিয়েছেন।

সংবিধানের ১৪তম সংশোধনী অ্যামেরিকায় জন্মগ্রহণকারী যে কাউকে নাগরিকত্বের নিশ্চয়তা দেয়। ইন্টারনেট মুভি ডেটাবেইজ-আইএমডিবির তথ্য অনুযায়ী, নিউ ইয়র্কের কোম্যাকে জন্মগ্রহণ করেন ও’ডনেল।

ট্রাম্প এমন সময়ে পোস্টটি করলেন, যখন তার প্রশাসন অ্যামেরিকার নাগরিক নন, এমন মা-বাবার সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা চালাচ্ছে। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা আদালতে আটকে গেছে।

বিখ্যাত কোনো অ্যামেরিকানের নাগরিকত্ব কেড়ে নেওয়ার হুমকি এবারই প্রথম দেননি ট্রাম্প। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জোরান মামদানি অ্যামেরিকায় বৈধভাবে আছেন কি না, সে বিষয়ে নজর দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

মামদানি অ্যামেরিকায় অবৈধভাবে আছেন, এমন কোনো তথ্যপ্রমাণ নেই। উগান্ডায় জন্ম নেওয়া এ অ্যাসেম্বলিম্যান ২০১৮ সালে অ্যামেরিকার নাগরিক হয়েছেন।