আলোড়ন তুলেছে চাইনিজ এআই চ্যাটবট ডিপসিক

টিবিএন ডেস্ক

জানুয়ারি ২৭ ২০২৫, ১৭:১১

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

  • 0

তুমুল আলোচনা চলছে সম্প্রতি বাজারে আসা চায়নার নির্মিত চ্যাটবট ডিপসিক অ্যাপ। ইতোমধ্যে ওপেনএআই-এর চ্যাটজিপিটি সহ প্রতিদ্বন্দ্বী অ্যাপগুলোকে পেছনে ফেলে দেশের সর্বাধিক ডাউনলোড করা বিনামূল্যের অ্যাপ হয়ে উঠেছে ডিপসিক।

ডিপসিকের কারণে সোমবার শেয়ার বাজারে বড় ধাক্কা খেয়েছে এআই চিপ-নির্মাতা এনভিডিয়া, মাইক্রোসফট ও মেটার মতো দেশের জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

গত সপ্তাহে অ্যামেরিকা এআই অবকাঠামো নির্মাণে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার ঘোষণা দেয়। তবে প্রতিদ্বন্দ্বী চ্যাটবটের তুলনায় অনেক কম খরচে তৈরি চায়নার ডিপসিক চ্যাটবটটি অ্যামেরিকার এআই আধিপত্যের ভবিষ্যৎ এবং এআই খাতে বিনিয়োগের পরিকল্পনাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

ওপেন সোর্স ডিপসিক-ভি থ্রি মডেল পরিচালিত ডিপসিক নিয়ে গবেষকদের দাবি, এটি মাত্র ৬ মিলিয়ন ডলার খরচে তৈরি করা হয়েছে। যেখানে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো এআই ভিত্তিক অ্যাপ তৈরিতে বিলিয়ন ডলার ব্যয় করে থাকে।

গবেষকরা বলছেন, ওপেন সোর্স কোড–সফ্টওয়্যারটি যে কেউ বিনামূল্যে ব্যবহার, পরিবর্তন এবং বিতরণ করতে পারবে। এমন এক সময় ডিপসিকের আবির্ভাব হয়েছে, যখন চায়নায় এআই প্রযুক্তিতে ব্যবহৃত অ্যাডভান্সড চিপ বিক্রিতে সীমাবদ্ধতা আরোপ করেছে অ্যামেরিকা।

অ্যাডভান্সড চিপ প্রযুক্তির আমদানি স্বল্পতার ফলে বিকল্প হিসেবে চাইনিজ এআই নির্মাতারা নতুন প্রযুক্তি উদ্ভাবনে মনোনিবেশ করে। যার ফল হচ্ছে এই নতুন এআই মডেল। এই এআই ব্যবহারের জন্য আগের তুলনায় কম কম্পিউটিং শক্তির প্রয়োজন হয়। এতে খরচের পরিমাণ অনেকটাই কমে আসে।

এদিকে হঠাৎ ডিপসিকের এই জনপ্রিয়তা ইউরোপ এবং অ্যামেরিকার শেয়ার বাজারকে চমকে দিয়েছে। ডাচ চিপ সরঞ্জাম প্রস্তুতকারক এএসএমএলের শেয়ারের দাম সোমবার ১০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। পাশাপাশি এআই সম্পর্কিত হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিমেন্স এনার্জির শেয়ার হ্রাস পেয়েছে ২১ শতাংশ।

সিঙ্গাপুর ভিত্তিক প্রযুক্তি ইক্যুইটি অ্যাডভাইজর ভে-সার্ন লিং বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আশংকা প্রকাশ করে বলেছেন, এটি সম্ভবত পুরো এআই সরবরাহ চেইনের বিনিয়োগের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

এ আই শিল্পের ক্ষেত্রে ডিপসিক ওপেনএআই-এর মতো অ্যামেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠাগুলোর শক্তিশালী অবস্থানকে চ্যালেঞ্জ করতে পারে বলে সতর্ক করেছে ওয়াল স্ট্রিট ব্যাঙ্কিং জায়ান্ট সিটি।

চায়নার হ্যাংজুতে, ২০২৩ সালে লিয়াং ওয়েনফেং নামে একজন ডিপসিক প্রতিষ্ঠা করেন।