রাফাহ থেকে দুই জিম্মিকে উদ্ধার করেছে ইযরায়েল

টিবিএন ডেস্ক

ফেব্রুয়ারি ১২ ২০২৪, ১২:৪৭

উদ্ধারকৃত দুই জিম্মি। ছবি: সংগৃহীত

উদ্ধারকৃত দুই জিম্মি। ছবি: সংগৃহীত

  • 0

ইযরায়েল জানিয়েছে, রাফাহতে অভিযান চালিয়ে দুই ইযরায়েলি-আর্জেন্টাইন জিম্মিকে উদ্ধার করা হয়েছে।

দুজনের শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছে ইযরায়েলি সামরিক বাহিনী।

উদ্ধারকৃত জিম্মিরা হলেন, কিবতুজ নির ইৎজাক এলাকার ৬০ বছর বয়সী ফার্নান্দো সাইমন মারম্যান এবং ৭০ বছর বয়সী লুই হার।

সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বিবৃতিতে ইযরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, রাতভর আইডিএফ, আইএসএ (ইযরায়েলি সিকিউরিটি এজেন্সি বা শিন বেট) এবং ইযরায়েল পুলিশের যৌথ অভিযানের সময় কিবতুজ নির ইৎজাকের দুই ইযরায়েলি জিম্মিকে উদ্ধার করা হয়েছে।’

আরও পড়ুন: আরও ১১ জিম্মিকে মুক্তি দিল হামাস

জিম্মিদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মধ্য ইযরায়েলের শেবা মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।

শেবা মেডিকেল সেন্টারের পরিচালক আরমন একক বলেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আজ রাতে মুক্তিপ্রাপ্ত দুই জিম্মি এখানে এসেছেন। তাদেরকে আমাদের ইআর কক্ষে নেয়া হয়েছিল। আমাদের ইআর কর্মীরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন।’

আইডিএফ জানিয়েছে, ৭ অক্টোবরের হামলায় হামাস তাদের অপহরণ করেছিল।

রাফায় প্রায় ১.৫ মিলিয়ন বাসিন্দা আশ্রয় নিয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর চালানো হামলায় বহুসংখ্যক নাগরিক নিহত হয়েছেন।

শহরটিতে ইযরায়েলের পরিকল্পিত অভিযানের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হুঁশিয়ারির পর এ পদক্ষেপ নেয়া হলো।

ইযরায়েলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, রাফাহ শহরের একটি ভবনের দ্বিতীয় তলায় জিম্মিদের পাওয়া যায়।

তিনি বলেছেন, ইযরায়েলি বাহিনী অনেক সন্ত্রাসীর বিরুদ্ধে একযোগে বেশ কয়েকটি স্থানে ব্যাপক হামলা চালিয়েছে।

রাফাহর শাবুরা এলাকার বাসিন্দা আবু সুহাইব রাতভর গোলাগুলি ও শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন।

বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আনুমানিক মধ্যরাতে আমরা শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনতে পাই, যেন বেসামরিকদের ওপর নরক যন্ত্রণা নেমে এসেছে।’

হেলকপ্টার অবতরণ করার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘সেখানে প্রচণ্ড গোলাগুলি হচ্ছিল, যেন এটি খুব বড় একটি যুদ্ধ।’

বিমান হামলায় প্যালেস্টেনিয়ানদের হতাহতের বিষয়ে পরস্পরবিরোধী প্রতিবেদন রয়েছে। বার্তা সংস্থা এএফপি গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, প্রায় ১০০ জন বেসামরিক নিহত হয়েছে।

এদিকে স্থানীয় হাসপাতাল কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, অন্তত ৫০ জন নিহত হয়েছেন।


0 মন্তব্য

মন্তব্য করুন