আরও ১১ জিম্মিকে মুক্তি দিল হামাস

টিবিএন ডেস্ক

নভেম্বর ২৭ ২০২৩, ২০:৫১

জিম্মিদের মুক্তির অপেক্ষায় তাদের পরিবার ও স্বজনেরা। ছবি: সংগৃহীত

জিম্মিদের মুক্তির অপেক্ষায় তাদের পরিবার ও স্বজনেরা। ছবি: সংগৃহীত

  • 0

চলমান চুক্তির অংশ হিসেবে সোমবার রাতে আরও ১১ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। মধ্যস্থতাকারী দেশ হিসেবে সংবাদমাধ্যম বিবিসিকে এই তথ্য জানিয়েছে কাতার।

কাতারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক এক্সবার্তায় জানিয়েছেন, মুক্তিপ্রাপ্ত জিম্মিদের মধ্যে কয়েকজন দ্বৈত নাগরিকও ছিলেন।

ওই এক্সবার্তায় তিনি বলেন, ‘গাজা থেকে মুক্তি দেয়া জিম্মিদের মধ্যে ৩ জন ফ্রেঞ্চ, ২ জন জার্মান ও ৬ জন আর্জেন্টিনার নাগরিক রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘তাদেরকে আইসিআরসি এর কাছে হস্তান্তর করা হয়।’

ইযরায়েলের কারাগার থেকে প্যালেস্টাইনের ৩০ জন শিশু ও ৩ জন নারীর মুক্তি পাওয়ার হামাসের বিবৃতির ব্যাপারেও নিশ্চিত করেছেন তিনি।

ইযরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, মুক্তিপ্রাপ্ত ইযরায়েলি জিম্মিরা বর্তমানে ইযরায়েলের পথেই রয়েছেন।

ইযরায়েল ডিফেন্স ফোর্সেস এক বিবৃতিতে জানায়, ‘রেড ক্রস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ১১ জন জিম্মি বর্তমানে ইযরায়েলের পথে রয়েছেন।’

পৃথক এক বিবৃতিতে হোয়াইট হাউয জানিয়েছে, মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে অ্যামেরিকান কেউ নেই।


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...