‘খামেনির ঘনিষ্ঠজনকে’ হত্যার দাবি ইসরায়েলের

টিবিএন ডেস্ক

জুন ১৭ ২০২৫, ১০:৪৫

আয়াতুল্লাহ খামেনি। ফাইল ছবি

আয়াতুল্লাহ খামেনি। ফাইল ছবি

  • 0

মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ সহযোগী আলী সাদমানিকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তেহরানের কেন্দ্রস্থলে রাতের আঁধারে চালানো এক আকস্মিক বিমান হামলায় সাদমানি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

তেহরানের হৃদয়ে মধ্যরাতের আকস্মিক এক হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার আলী সাদমানিকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, যুদ্ধকালীন ‘চিফ অব স্টাফ’ হিসেবে দায়িত্ব পালনকারী আলী সাদমানি ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও ইরানের সশস্ত্র বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।

ইসরায়েলি বাহিনীর দাবি, সাদমানি ছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য সহযোগী।

বিবৃতিতে বলা হয়, “রাতের অন্ধকারে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি স্টাফড কমান্ড সেন্টারে হঠাৎ এক সুযোগে বিমান হামলা চালানো হয়। এতে আলী সাদমানি নিহত হন। তিনি যুদ্ধকালীন চিফ অব স্টাফ, জ্যেষ্ঠতম সামরিক কমান্ডার এবং খামেনির অন্যতম বিশ্বস্তজন ছিলেন।”

ঘটনার পর ইরান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে বিশ্লেষকরা বলছেন, এ হামলার জেরে ইরান-ইসরায়েল উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে।

আলী সাদমানির হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনার সঞ্চার করতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক সম্প্রদায়।