ইয়েমেনে ইসরায়েলি হামলায় ৪১ জন হতাহত, দাবি হুতিদের

টিবিএন ডেস্ক

প্রকাশিত: মে ৬ ২০২৫, ১৮:০০

ইয়েমেনের রাজধানী সানায় মঙ্গলবার হুতি নিয়ন্ত্রিত অবকাঠামোতে ইসরায়েলের হামলার পর আকাশে ভাসমান কালো ধোঁয়া। ছবি: রয়টার্স

ইয়েমেনের রাজধানী সানায় মঙ্গলবার হুতি নিয়ন্ত্রিত অবকাঠামোতে ইসরায়েলের হামলার পর আকাশে ভাসমান কালো ধোঁয়া। ছবি: রয়টার্স

  • 0

ইসরায়েল সেনাবাহিনীর দাবি, এ হামলায় ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরটি পুরোপুরি অকার্যকর হয়ে গেছে।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের লক্ষ্যবস্তুতে মঙ্গলবার হামলার কথা জানিয়েছে ইসরায়েল।

দেশটির সেনাবাহিনীর দাবি, এ হামলায় ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরটি পুরোপুরি অকার্যকর হয়ে গেছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, সোমবারের বিমান হামলার পর মঙ্গলবারও একই ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে রবিবার ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছিল হুতিরা।

ইয়েমেনের গোষ্ঠীটি পরিচালিত সংবাদ চ্যানেল আল-মাসিরাহ বিমানবন্দরে হামলার খবরটি নিশ্চিত করে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, সর্বশেষ হামলায় কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানা হয়েছে।

ইসরায়েলি টেলিভিশনগুলোতে প্রচারিত ফুটেজে সানার আকাশে ঘন কালো ধোঁয়া দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, সানার আশপাশে কয়েকটি হামলা হয়েছে। আকাশে কালো ধোঁয়া দেখা গেছে।

স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে হুতি নিয়ন্ত্রিত সাবা নিউজ জানায়, হামলায় তিনজন নিহত ও ৩৮ জন আহত হয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনী ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা ছাড়তে সামাজিক যোগাযোগমাধ্যমে লোকজনকে সতর্ক করার পরপরই এ হামলা হয়।

সানা আন্তর্জাতিক বিমানবন্দরের মানচিত্র সংযুক্ত করে দেওয়া পোস্টে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রায়ি বলেন, ‘আমরা তাৎক্ষণিকভাবে বিমানবন্দর এলাকা ছেড়ে যেতে আপনাদের তাগিদ দিচ্ছি। একই সঙ্গে নিকটবর্তী এলাকায় থাকা লোকজনকেও নিরাপদ দূরত্বে থাকার জন্য বলছি।

‘এলাকাটি ছেড়ে যেতে না পারলে আপনাদের জীবন বিপন্ন হবে।’