গর্ভধারণের ৬ সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধে ফ্লোরিডা

টিবিএন ডেস্ক

এপ্রিল ১৫ ২০২৩, ০:১০

গর্ভধারণের ৬ সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধে ফ্লোরিডা
  • 0

আইন জারি করে গত ১০ মাসে গর্ভপাতকে প্রায় নিষিদ্ধের পর্যায়ে নিয়ে যাওয়া রিপাবলিকান স্টেইটগুলোর কাতারে এবার যুক্ত হলো ফ্লোরিডা।

স্টেইট গভর্নর রন ডিস্যান্টিস বৃহস্পতিবার ‘হার্টবিট প্রটেকশন অ্যাক্টে’ সই করেছেন। এর মধ্য দিয়ে গর্ভধারণের ছয় সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধ হতে যাচ্ছে। 

হাউযে ৭০-৪০ ভোটে পাস হয়েছে বিলটি। 

তবে সহসাই এটি কার্যকর হচ্ছে না। কারণ এর আগে হাউযে পাস করা একটি বিল নিয়ে স্টেইটের সুপ্রিম কোর্টে মামলা চলছে। ওই বিলে গর্ভধারণের ১৫ সপ্তাহ পর গর্ভপাত নিষিদ্ধ করা হয়েছিল।

মামলার রায়ে পর নতুন আইন কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত হবে। আদালত হস্তক্ষেপ করলে তা কার্যকর হবে না।

অ্যাবরশনকে পুরোপুরি নিষিদ্ধ করে গত বছর একটি আইন প্রণয়ন করে আইডাহো প্রশাসন, যা এ বছর কার্যকর হয়েছে। এর ধারাবাহিকতায় কয়েক স্টেইটে অ্যাবরশনের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে একই সঙ্গে সংবিধান অনুযায়ী গর্ভপাতের অধিকারের দাবিতে দেশব্যাপী আন্দোলন জোরদার হচ্ছে। 


0 মন্তব্য

Do you like cookies? 🍪 We use cookies to ensure you get the best experience on our website. Learn more...