
ট্রাম্পের নির্দেশনায় রিপাবলিকান পার্টি বিভক্ত হয়ে পড়েছে: সেনেটর ওয়ারেন

টিবিএন ডেস্ক
এপ্রিল ৮ ২০২৫, ১০:০১

ডেমোক্র্যাটিক সেনেটর এলিবেথ ওয়ারেন। ফাইল ছবি
- 0
প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের উল্টোপাল্টা নির্দেশনায় রিপাবলিকান পার্টি বিভক্ত হয়ে পড়ছে বলে মনে করছেন ডেমোক্র্যাটিক সেনেটর এলিবেথ ওয়ারেন।
সোমবার এমএসএনবিসিকে একথা জানান তিনি। ওয়ারেনের অভিযোগ, ট্রাম্প প্রশাসনের একের পর এক জনবিরোধী সিদ্ধান্তে দেশের বেশিরভাগ মানুষ অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। এদিকে, কঠোর শুল্কনীতির কারণে চলমান অস্থিরতা অব্যাহত থাকলে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হয়ে পড়বে বলে আশংকা জানান ব্যবসায়ীরা।
সারাবিশ্বে সাথে বাণিজ্যযুদ্ধ শুরু করে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দেশের অর্থনীতিকে মন্দার মুখে ঠেলে দিয়েছেন বলে অভিযোগ করেন ডেমোক্র্যাটিক সেনেটর এলিযাবেথ ওয়ারেন। কঠোর শুল্কনীতি বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সময় প্রেসিডেন্ট ট্রাম্প দেশের মানুষের ক্রয় ক্ষমতাকে বিবেচনায় রাখেন নি বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প প্রশাসনের একের পর এক জনবিরোধী সিদ্ধান্তে দেশের বেশিরভাগ মানুষ অর্থনৈতিকভাবে নিরাপত্তাহীন হয়ে পড়েছেন দাবি করে সেনেটর ওয়ারেন বলেন, বিলিয়নেয়ারদের স্বার্থের সাথে দেশের বেশিরভাগ মানুষের স্বার্থের সম্পর্ক নেই। ডোজের কর্মকান্ডে কোনঠাসা বেশিরভাগ মানুষ এবার ট্রাম্পের শুল্ক বিষয়ক উন্মাদনায় বিপর্যস্ত হয়ে পড়েছেন।
ট্রাম্পের কর্মকান্ডে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন জানিয়ে ওয়ারেন বলেন, সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলেও রিপাবলিকান পার্টির নেতারা চুপ করে আছেন। ট্রাম্পের উল্টোপাল্টা আচরণে রিপাবলিকান পার্টি বিভক্ত হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি। যদিও ট্রাম্পের শুল্ক আরোপ বিষয়ে সাত রিপাবলিকান সেনেটরের ভিন্নমতকে স্বাগত জানান তিনি।
এদিকে, পাল্টা শুল্ক আরোপ বিষয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঘোষণার পর থেকেই উদ্বিগ্ন চায়নার সাথে আমদানি-রফতানির সাথে জড়িত ব্যবসায়ীয়া। এরই মধ্যে, অ্যামেরিকার পণ্যের ওপর চায়না নির্ধারিত ৩৪ শতাংশ হারে শুল্ক তুলে না নিলে পূর্বনির্ধারিত শুল্ক ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর হুশিয়ারি দিয়েছেন পেসিডেন্ট ট্রাম্প। ব্যবসায়ীদের আশঙ্কা, চলমান অস্থিরতা অব্যাহত থাকলে দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আকাশচুম্বী হয়ে পড়বে।
ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড কাউন্টির একাধিক ব্যবসায়ী জানান, চায়না থেকে যেসব খাদ্যপণ্য আমদানি করা হয় তার বেশিভাগের দাম বেড়ে গেছে। শুল্ক আরোপ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনা ঘোষণার পর থেকেই কোন কোন খাদ্যপণ্যের দাম ৫০ শতাংশ পর্যন্ত বাড়াতে হয়েছে বলেও জানান তারা।