সৌদি প্রতিষ্ঠান ডেটা ভল্ট অ্যামেরিকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সংক্রান্ত সাইটগুলোতে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
অ্যামেরিকার প্রেসিডেন্টের দপ্তর জানায়, এআই ডেটা সেন্টার ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে এ বিনিয়োগ করা হবে।
হোয়াইট হাউসের আলাদা বিবৃতির বরাতে আল জাজিরা জানায়, অ্যামেরিকা ও সৌদি আরব উভয় দেশে ‘অত্যাধুনিক রূপান্তরকারী প্রযুক্তিতে’ ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে গুগল, ডেটা ভল্ট, ওরাকল, সেলসফোর্স, এএমডি ও উবার।
এদিকে অ্যামেরিকার চিপ কোম্পানি এনভিডিয়া ও সৌদি আরবের সার্বভৌম সম্পদ ফান্ডের মালিকানাধীন এআই স্টার্টআপ হিউম্যানয়েড মঙ্গলবার অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। এর লক্ষ্য বিদেশি বিনিয়োগের সাহায্য নিয়ে সৌদি আরবে এআই খাতের উন্নয়ন এবং ক্লাউড কম্পিউটিংয়ের অবকাঠামো জোরদারকরণ।
সৌদি ও অ্যামেরিকার কোম্পানি দুটির ভাষ্য, এনভিডিয়ার প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এআই, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল রূপান্তরে সৌদি আরবকে বিশ্বে সামনের সারির দেশ হিসেবে গড়ে তোলা হবে।
যৌথ এক বিবৃতিতে পক্ষ দুটি বলেছে, পরিকল্পনার অংশ হিসেবে ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এআইভিত্তিক কারখানা গড়ে তোলা হবে।