এআইয়ে অ্যামেরিকায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি প্রতিষ্ঠান

টিবিএন ডেস্ক

মে ১৩ ২০২৫, ১৮:২৩

সৌদি আরবের রিয়াদে ২০২০ সালের ২১ অক্টোবর ‘গ্লোবাল এআই ২০২০ সামিট’ নামের সম্মেলনে অতিথিরা। ছবি: রয়টার্স

সৌদি আরবের রিয়াদে ২০২০ সালের ২১ অক্টোবর ‘গ্লোবাল এআই ২০২০ সামিট’ নামের সম্মেলনে অতিথিরা। ছবি: রয়টার্স

  • 0

সৌদি ও অ্যামেরিকার কোম্পানি দুটির ভাষ্য, এনভিডিয়ার প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এআই, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল রূপান্তরে সৌদি আরবকে বিশ্বে সামনের সারির দেশ হিসেবে গড়ে তোলা হবে।

সৌদি প্রতিষ্ঠান ডেটা ভল্ট অ্যামেরিকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) সংক্রান্ত সাইটগুলোতে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

অ্যামেরিকার প্রেসিডেন্টের দপ্তর জানায়, এআই ডেটা সেন্টার ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে এ বিনিয়োগ করা হবে।

হোয়াইট হাউসের আলাদা বিবৃতির বরাতে আল জাজিরা জানায়, অ্যামেরিকা ও সৌদি আরব উভয় দেশে ‘অত্যাধুনিক রূপান্তরকারী প্রযুক্তিতে’ ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগের অঙ্গীকার করেছে গুগল, ডেটা ভল্ট, ওরাকল, সেলসফোর্স, এএমডি ও উবার।

এদিকে অ্যামেরিকার চিপ কোম্পানি এনভিডিয়া ও সৌদি আরবের সার্বভৌম সম্পদ ফান্ডের মালিকানাধীন এআই স্টার্টআপ হিউম্যানয়েড মঙ্গলবার অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। এর লক্ষ্য বিদেশি বিনিয়োগের সাহায্য নিয়ে সৌদি আরবে এআই খাতের উন্নয়ন এবং ক্লাউড কম্পিউটিংয়ের অবকাঠামো জোরদারকরণ।

সৌদি ও অ্যামেরিকার কোম্পানি দুটির ভাষ্য, এনভিডিয়ার প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এআই, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ) ক্লাউড কম্পিউটিং ও ডিজিটাল রূপান্তরে সৌদি আরবকে বিশ্বে সামনের সারির দেশ হিসেবে গড়ে তোলা হবে।

যৌথ এক বিবৃতিতে পক্ষ দুটি বলেছে, পরিকল্পনার অংশ হিসেবে ৫০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এআইভিত্তিক কারখানা গড়ে তোলা হবে।