পিএসজির কাছে ১-০ গোলে হেরে গেছে আর্সেনাল। ছবি: বিসিসি
0
ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে ঘরের মাঠে পিএসজির কাছে ১-০ গোলে হেরে গেছে আর্সেনাল। মঙ্গলবার এমিরেটস স্টেডিয়ামে খেলার শুরুতে প্রয়াত পোপ ফ্রান্সিসের স্মরণে নীরবতা পালন করা হয়।
মাত্র চার মিনিটের মাথায় ইংলিশ দর্শকদের স্তব্ধ করে গানার্সদের জালে বল ফেলেন ফরাসি তারকা ওসমান ডেম্বলে। আক্রমণ পাল্টা আক্রমণে ভরপুর ম্যাচটিতে দুই গোলরক্ষককেই কয়েক দফা কঠিন পরীক্ষায় পড়তে হয়।
আর তাতে কোন দলই আর গোলের দেখা না পেলে প্রতিপক্ষের মাঠে জয় নিয়েই মাঠ ছাড়ে লুই এনরিকের ফরাসি জায়ান্টরা। অন্যদিকে টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়েও এই ম্যাচে সেভাবে আলো ছড়াতে পারেনি আর্সেনাল।