মঙ্গলবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন, রিজভী। এদিকে, ক্ষমতায় গেলে বিএনপি বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে বলে আশ্বাস দেন, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে কথা বলেন, সাংবাদিকদের সাথে। এ সময় তিনি দাবি করেন, গণতন্ত্র যাতে বাঁধার মুখে না পরে সেজন্য সব দলের অংশগ্রহণে দ্রুত নির্বাচন দরকার।
রিজভী আরও বলেন, আওয়ামী লীগ এখনও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা ভবিষ্যতে রাজনীতি করতে পারবে কিনা তা জাতীয় সিদ্ধান্তের বিষয়।
এদিকে, স্বাস্থ্যখাতে সংস্কার প্রস্তাবনা তুলে ধরতে রাজধানীর গুলাশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাস্থ্যখাতে পরিবর্তন করতে হলে স্বল্প ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা করে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে হবে। অন্তর্বর্তী সরকারের হাতে সময় কম। তাই বড় ধরনের সংস্কার নির্বাচিত সরকারের পক্ষেই সম্ভব বলে জানান, তিনি।
স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থার জন্য পতিত সরকারের নানা অনিয়ম ও দুর্নীতিকে দায়ী করেন খন্দকার মোশাররফ।