ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বন্ধ বাজানের তেল শোধনাগার

টিবিএন ডেস্ক

জুন ১৬ ২০২৫, ২১:৩৮

ইসরায়েলের হাইফা বে এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার। ছবি: টাইমস অব ইসরায়েল/এএফপি

ইসরায়েলের হাইফা বে এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার। ছবি: টাইমস অব ইসরায়েল/এএফপি

  • 0

শোধনাগার পরিচালনাকারী প্রতিষ্ঠান বাজান গ্রুপ এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের হাইফা বে এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি তেল শোধনাগারের সব কর্মকাণ্ড বন্ধ হয়ে গেছে।

শোধনাগার পরিচালনাকারী প্রতিষ্ঠান বাজান গ্রুপ এ তথ্য জানিয়েছে।

টাইমস অব ইসরায়েল সোমবার জানায়, শোধনাগারে রাতে ইরানের হামলায় তিনজন নিহত হন।

তেল আবিব স্টক এক্সচেঞ্জকে দেওয়া বিবৃতিতে বাজান গ্রুপ জানায়, শোধনাগারের বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রটি উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে শোধনাগার ও এর অধীন সব কোম্পানির ক্ষেত্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

বাজান আরও জানায়, শোধনাগারে বিদ্যুৎ সরবরাহ চালু করতে ইসরায়েল ইলেকট্রিক কোম্পানির সঙ্গে কাজ করছে তারা।

টাইমস অব ইসরায়েল জানায়, তেল শোধনাগারটিতে বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন একটি কুলিং টাওয়ার রয়েছে।

ঘনবসতিপূর্ণ হাইফা বে এলাকার টাওয়ারটিতে বিভিন্ন সময়ে হামলার হুমকি দেয় হিজবুল্লাহসহ ইসরায়েলের প্রতিপক্ষ শক্তিগুলো।

অতীতে কখনও টাওয়ারকে সরাসরি আঘাতের খবর পাওয়া যায়নি।

মারাত্মক দূষণ সৃষ্টি ও সম্ভাব্য হামলার পরের ভয়াবহ পরিস্থিতির শঙ্কায় বাজান পরিচালিত শোধনাগারটি হাইফা বে এলাকা থেকে সরাতে দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবাদীরা।

ইসরায়েল সরকার ২০৩০ সালের মধ্যে তেল শোধনাগারটি সরানোর সিদ্ধান্ত নেয়।

শোধনাগার সংলগ্ন বিশাল তেলের ট্যাংকগুলো সরানো শুরুর কথা রয়েছে চলতি বছর।