জোতার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবল দুনিয়া

টিবিএন ডেস্ক

জুলাই ৩ ২০২৫, ১১:০২

প্রয়াত পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ছবি: টিএনটি স্পোর্টস

প্রয়াত পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা। ছবি: টিএনটি স্পোর্টস

  • 0

মাত্র দুই সপ্তাহ আগে বিয়ে করেন দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে। তবে নবদম্পতির এই আনন্দ হঠাৎই রূপ নেয় বিষাদে।মর্মান্তিক পরিণতির শিকার হন লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোতা।

স্পেনে গাড়ি দুর্ঘটনায় বৃহস্পতিবার মারা গেছেন লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা। স্পেনের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল জোতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুর্ঘটনায় পর্তুগিজ ফরোয়ার্ডের ভাই আন্দ্রে সিলভাও মারা গেছেন। জোতার মতো সিলভাও ফুটবলার ছিলেন। পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন ২৬ বছর বয়সী সিলভা।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে ২৮ বছর বয়সী এই পর্তুগিজ ফুটবলার তার ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। গতকাল রাতে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

মাত্র দুই সপ্তাহ আগেই দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জোতা। এই জুটির তিনটি সন্তান আছে। গত ২২ জুন পোর্তোয় বিয়ের ছবি সামাজিক মাধ্যমে কিছুদিন আগে পোস্ট করেন জোতা। এরপর নিয়মিতই নিজেদের ছবি পোস্ট করেছেন। এর মধ্যেই এল এমন মর্মান্তিক খবর।

জোতার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিই)। তাদের বিবৃতিতে বলা হয়, ‘পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পর্তুগিজ ফুটবল–সংশ্লিষ্ট সবাই পুরোপুরি বিধ্বস্ত। অসাধারণ খেলোয়াড়ের চেয়েও বেশি কিছু প্রায় ৫০টির কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচ খেলা দিয়োগো জোতা ছিলেন দারুণ এক মানুষ। সতীর্থ ও প্রতিপক্ষের সম্মান পেয়েছেন। আমরা দুজন চ্যাম্পিয়নকে হারিয়েছি। দিয়োগো ও আন্দ্রে সিলভার চলে যাওয়া পর্তুগিজ ফুটবলে অপূরণীয় ক্ষতি। তাদের লিগ্যাসির সম্মানে আমরা যা যা করার দরকার, সবই করব।’

সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা লিভারপুলের শোকবার্তায় বলা হয়, ‘দিয়োগো জোতার মর্মান্তিক চলে যাওয়ায় লিভারপুল ফুটবল ক্লাব শোকে ভেঙে পড়েছে।’

সতীর্থকে হারিয়ে শোকস্তব্ধ পর্তুগীজ কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় বলেন, ‘শান্তিতে বিশ্রাম নাও, দিয়োগো ই আন্দ্রে। আমরা তোমাকে মিস করব।’

জোতা ও সিলভার মৃত্যুতে শোক জানাতে আজ মেয়েদের ইউরোয় পর্তুগাল-স্পেন ম্যাচে এক মিনিট নীরবতা পালনের জন্য উয়েফাকে অনুরোধ করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন।

লিভারপুলের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ২০২১–২২ মৌসুমে এফএ কাপও জিতেছিলেন জোতা। এছাড়া পর্তুগালের হয়ে দুইবার নেশনস লিগ জিতেছেন তিনি।