টেক্সাসে ভাগ্নের হাতে খুন হলেন রেস্তোরাঁর মালিক

টিবিএন ডেস্ক

জুলাই ৩ ২০২৫, ৫:৩২

ঘাতক রুইজ ও নিহত এডওয়ার্ড রন অ্যাকোস্টা। ছবি: ডেইলি মেইল

ঘাতক রুইজ ও নিহত এডওয়ার্ড রন অ্যাকোস্টা। ছবি: ডেইলি মেইল

  • 0

বেক্সার কাউন্টির একটি বাড়ির গ্যারেজে রক্তাক্ত অবস্থায় অবস্থায় উদ্ধার করা হয় ৭৮ বছর বয়সি অ্যাকোস্টাকে।

টেক্সাসের স্যান আন্টোনিওর রেস্তোরাঁ চেইন লাস পালাপাসের প্রতিষ্ঠাতা ৭৮ বছর বয়সী এডওয়ার্ড রন অ্যাকোস্টাকে মঙ্গলবার বেক্সার কাউন্টিতে তার নিজ বাসায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে অ্যাকোস্টার ভাগ্নে ৩৯ বছর বয়সি ডেভিড রুইজকে কিম্বল কাউন্টি গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে নিউ ইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে, ঘটনার দিন অ্যাকোস্টাকে তার স্যান আন্টোনিওর বাড়িতে রক্তাক্ত অবস্থায় দেখতে পান বাড়ির গৃহকর্মী। পরে তিনি নাইন ওয়ান ওয়ানে ফোন করে পুলিশকে খবর দেন।

হামলার পরপরই সন্দেহভাজন খুনি রুইজ সেখান থেকে পালিয়ে যান। তবে নিহতের ছেলে পুলিশকে রুইজের গাড়ির তথ্য দেন। এর কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ কর্মকর্তারা রুজকে কিম্বল কাউন্টি গ্রেপ্তার করতে সক্ষম হন।

কিম্বল কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে যে রুইজকে একটি ট্রাক স্টপে আটক করা হয় এবং বুধবার তাকে হেফাজতে নেয়া হয়েছে। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগের তাকে বেক্সার কাউন্টিতে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

ক্যালিফোর্নিয়ার হুইটিয়ারে বসবাসকারী রুইজকে নিহতের ছেলে অ্যাকোস্টার বাড়িতে থাকার জন্য আমন্ত্রণ জানায়। স্যান আন্টোনিওর পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকম্যানাসের মতে, বাড়িতে পৌঁছানোর কিছুক্ষণ পরেই রুইজ এবং অ্যাকোস্টার মধ্যে তর্ক-বিতর্কের ফলে এই ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনা ঘটে থাকতে পারে।

রুইজের বাবা স্যান আন্টোনিও এক্সপ্রেস-নিউজকে জানিয়েছেন তার ছেলের সাথে তার শ্যালক নিহত অ্যাকোস্টার কোন যোগাযোগ ছিল না। সে কিভাবে সেখানে গেলো এটিও তিনি জানেন না।

অ্যাকোস্টা ১৯৮১ সালে টেক্স-মেক্স চেইন লাস পালাপাস প্রতিষ্ঠা করেন। বর্তমানে স্যান আন্টোনিও এবং এর আশেপাশে ২৪টি এলাকায় এর লাস পালাপাস রেস্তোরাঁ রয়েছে।