গণতন্ত্র ধ্বংসের পাঁয়তারা করছেন ডনাল্ড ট্রাম্প

টিবিএন ডেস্ক

এপ্রিল ১৯ ২০২৫, ১২:১৮

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

  • 0

দেশের আইন বিশ্লেষকরা মনে করছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রতিনিয়ত গণতন্ত্রের রক্ষাকবচগুলোকে ধ্বংসের পাঁয়তারা করছেন। আর তাঁর সেই স্বেচ্ছাচারিতা ঠেকাতে নির্বাহী বিভাগের ক্ষমতায় ভারসাম্য আনতে চেষ্টা করে যাচ্ছে আদালত।

বিশ্লেষকরা বলছেন, রিপাবলিকান আইনপ্রণেতাদের মাঝে সেভাবে ট্রাম্পের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কাউকে দাঁড়াতে দেখা যাচ্ছে না। তবে এর মাঝে ব্যতিক্রমও আছেন। যেমন রিপাবলিকান সেনেটর লিসা মারকায়োস্কি সম্প্রতি দেশের ভয়ের সংস্কৃতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন।

রক্ষণশীল সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, আগামীতে দেশজুড়ে বিধিনিষেধ আরোপে ডিস্ট্রিক্ট জাজদের ক্ষমতা সীমিত করতে পারে সর্বোচ্চ আদালত। এমনকি ফক্স নিউযেও এমন উঠে এসেছে। নিউ ইয়র্ক টাইমস বলছে,ক্ষমতাসীনদের স্বেচ্ছচারিতা ঠেকাতে জনগণকেও রুখে দাঁড়াতে হবে।

এদিকে এলডাব্লিউভি বা লিগ অব উইমেন ভোটার্স বলছে অ্যামেরিকা সাংবিধানিক সংকটে পড়েছে। তাদের মতে, দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই কংগ্রেস থেকে শুরু করে সংবিধানের প্রতিটি স্তম্ভকে চ্যালেঞ্জ করে আসছে ট্রাম্প প্রশাসন।

এই বিষয়ে পিবিএস নিউয খোলামেলা কথা বলেছে আইন বিশ্লেষকদের সাথে। তারা বলছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রতিনিয়ত গণতন্ত্রের রক্ষাকবচগুলোকে ধ্বংসের পাঁয়তারা করছেন। আর তাঁর সেই স্বেচ্ছাচারিতা ঠেকাতে নির্বাহী বিভাগের ক্ষমতায় ভারসাম্য আনতে চেষ্টা করে যাচ্ছে আদালত।

বিশ্লেষকরা বলছেন, রিপাবলিকান আইনপ্রণেতাদের মাঝে সেভাবে ট্রাম্পের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কাউকে দাঁড়াতে দেখা যাচ্ছে না। তবে এর মাঝে ব্যতিক্রমও আছেন। যেমন রিপাবলিকান সেনেটর লিসা মারকায়োস্কি সম্প্রতি দেশের ভয়ের সংস্কৃতিতে গভীর উদ্বেগ জানিয়েছেন।

তবে আশার আলোও দেখছেন আইন বিশ্লেষকরা। তারা বলছেন, ওয়াশিংটনের ফেডারেল বিচারক জেইমস বোসবার্গ এরিমধ্যে প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হবে কিনা সেই বিষয়টি বিবেচনা করে দেখছেন।

নিউ ইয়র্ক টাইমস বলছে, এই ধরনের পরিস্থিতিতে প্রেসিডেন্টের স্বেচ্ছচারিতা ঠেকাতে জনগণকেও রুখে দাঁড়াতে হবে। যেভাবে রুখে দাঁড়িয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি।

এদিকে রক্ষণশীল সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, আগামীতে কোন বিষয়ে দেশজুড়ে বিধিনিষেধ আরোপে ডিস্ট্রিক্ট জাজদের ক্ষমতা সীমিত করতে পারে সর্বোচ্চ আদালত। এমনকি ফক্স নিউযেও এমন তথ্য উঠে এসেছে।