ইংল্যান্ডের অধিনায়ক হলেন হ্যারি ব্রুক

টিবিএন ডেস্ক

এপ্রিল ৭ ২০২৫, ১৩:২১

ক্রিকেটার হ্যারি ব্রুক। ফাইল ছবি

ক্রিকেটার হ্যারি ব্রুক। ফাইল ছবি

  • 0

অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের ওয়ানডে এবং টি–টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে হ্যারি ব্রুকের।

জশ বাটলারের উত্তরসূরী হিসেবে এখন থেকে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন তরুণ ক্রিকেটার হ্যারি ব্রুক। মাত্র ২৬ বছর বয়সেই এই গুরুদায়িত্ব পেলেন প্রতিভাবান এই ইংলিশ টপ অর্ডার ব্যাটসম্যান।

এর আগে অনূর্ধধ-১৯ বিশ্বকাপে ইংল্যান্ড দলের অধিনায়ক ছিলেন তিনি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় নর্দান সুপারচার্জেস দলেরও অধিনায়কত্ব করেছেন ইংলিশ এই ডানহাতি ব্যাটার। তবে গতবছর অষ্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে তার অধিনায়কত্ব বিশেষভাবে নজর কেড়েছিল ক্রিকেট ভক্তদের।

দেশের হয়ে ২৬টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে ৩৪ গড়ে করেছেন ৮১৬ রান। পাশাপাশি ইংল্যান্ডের জার্সিতে ৪৪ টি–টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ৭৮৯ রান।