ফিলিস্তিনকে সাহায্য করে ইসলামি দায়িত্ব সম্পন্ন করেছে ইরান: হুতি

টিবিএন ডেস্ক

মে ১৫ ২০২৫, ২১:৪৬

হুতিদের প্রধান আবদুল-মালিক আল-হুতি। ছবি: প্রেস টিভি

হুতিদের প্রধান আবদুল-মালিক আল-হুতি। ছবি: প্রেস টিভি

  • 0

ইয়েমেনের রাজধানী সানা থেকে বৃহস্পতিবার সম্প্রচারিত টেলিভিশন ভাষণে হুতিদের প্রধান বলেন, ‘ফিলিস্তিনিদের লক্ষ্যের সঙ্গে নিজেকে জড়িয়ে এবং প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন দিয়ে ইরান প্রশংসাযোগ্য ইসলামি পন্থা অবলম্বন করছে। এটি প্রতিটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের করা উচিত।’

ফিলিস্তিনিদের লক্ষ্যের প্রতি সমর্থন জানিয়ে ইরান তার ইসলামি দায়িত্ব সম্পন্ন করেছে বলে মন্তব্য করেছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহ (হুতি) প্রধান আবদুল-মালিক আল-হুতি।

তিনি বলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাকি দেশগুলোর উচিত ইরানকে অনুসরণ করা।

ইয়েমেনের রাজধানী সানা থেকে বৃহস্পতিবার সম্প্রচারিত টেলিভিশন ভাষণে হুতিদের প্রধান বলেন, ‘ফিলিস্তিনিদের লক্ষ্যের সঙ্গে নিজেকে জড়িয়ে এবং প্রতিরোধ যোদ্ধাদের সমর্থন দিয়ে ইরান প্রশংসাযোগ্য ইসলামি পন্থা অবলম্বন করছে। এটি প্রতিটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের করা উচিত।’

তিনি বলেন, ‘ফিলিস্তিনিদের লক্ষ্যকে সমর্থনের উদ্দেশ্যে ইরানের অবস্থান প্রশংসাযোগ্য ইসলামি (পন্থা)। ইসলামি প্রজাতন্ত্রটি (ইরান) ফিলিস্তিনিদের সাহায্য করে নিজেদের প্রমাণ করেছে এবং তার ইসলামি দায়িত্ব সম্পন্ন করেছে।’

আরব দেশগুলোর সমালোচনা করে আনসারুল্লাহ প্রধান বলেন, ফিলিস্তিনিদের ন্যায্য লক্ষ্যের প্রতি সমর্থনের ক্ষেত্রে বাস্তবসম্মত ও দ্ব্যর্থহীন পথ তৈরিতে ব্যর্থ হয়েছে তারা।

তার মতে, আরবদের মধ্য ঐক্যের অভাবে আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের দাবির বিষয়টি ক্ষতিগ্রস্ত হয়। আরব দেশের সরকারগুলো আত্মসমর্পণ ও ছাড় দেওয়ার অপমানজনক মতবাদ বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছে।

জায়নবাদী আগ্রাসন প্রতিরোধ ও ফিলিস্তিনিদের সমর্থনের ক্ষেত্রে মুসলিম বিশ্বের নীতি ও অবস্থানের সমন্বিত পর্যালোচনার গুরুত্ব তুলে ধরেন হুতিপ্রধান।

গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ এবং ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। গোষ্ঠীটির দাবি, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এমন আক্রমণ চালাচ্ছে তারা।