
হেবিয়াস কর্পাস রিট স্থগিতে সমর্থন প্রকাশ ক্রিস্টি নোমের

রিপোর্টঃ নিউয ডেস্ক
মে ১৫ ২০২৫, ১:৪২
.jpg)
ছবিঃ সংগৃহীত
- 0
ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে, হেবিয়াস কর্পাস রিট স্থগিতের বিষয়ে সমর্থন প্রকাশ করলেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম।
হেবিয়াস কর্পাস এমন একটি মৌলিক আইনি অধিকার। যা কোনো আটক ব্যক্তিকে আদালতে সশরীরে উপস্থাপনের নির্দেশ দেয় এবং কর্তৃপক্ষকে ওই ব্যক্তি আটকের আইনি ভিত্তি প্রমাণ করতে বাধ্য করে। সম্প্রতি হোয়াইট হাউযের, ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার এই আইনি অধিকার স্থগিতের বিষয়ে বিবেচনা করা হচ্ছে। সংবিধান অনুযায়ী- শুধুমাত্র দেশে বিদ্রোহ বা আক্রমণের মতো পরিস্থিতি তৈরি হলে হেবিয়াস কর্পাস রিট স্থগিত করা যায়। তাই ট্রাম্প প্রশাসনের এমন পরিকল্পনা নিয়ে উভয় দলের আইনপ্রণেতাদের মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
বুধবার হাউয হোমল্যান্ড সিকিউরিটি কমিটির এক শুনানিতে ডিএইচ সেক্রেটারি ক্রিস্টি নোম অংশ নিলেম, তাঁর কাছে রিপাবলিকান কংগ্রেসম্যান এলি ক্রেইন জানতে চান, দেশে হেবিয়াস কর্পাস স্থগিতের মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা।
তবে নোম বলেন, এত বড় একটি আইনি সিদ্ধান্ত নেয়া তাঁর এখতিয়ারের বাইরে এবং প্রেসিডেন্ট ট্রাম্পই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ২০২৬ সালের বাজেট অনুমোদন সংক্রান্ত এ শুনানিতে, ডেমোক্র্যাটদের তীব্র সমালোচনার মুখে পড়েন নোম। ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান শ্রী ট্যানেডার অভিযোগ করেন ক্রিস্টি নোম সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল নন।
কমিটির র্যাংকিং মেম্বার কংগ্রেসম্যান বেনি থম্পসন বলেন, নোমের নেতৃত্ব ডিএইচএস-এর জন্য একটি দুঃখজনক ঘটনা।
থম্পসন অভিযোগ তোলেন, নোমের নেতৃত্বে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট আইন ভঙ্গ করছে।
বাজেট নিয়ে এই শুনানি ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে বিতর্কে পরিণত হয়। আদালতের আদেশ সত্ত্বেও, মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার আব্রেগো গার্সিয়াকে দেশে ফিরিয়ে না আনায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেন কংগ্রেসম্যান ড্যান গোল্ডম্যান।
ক্রিস্টি নোম পাল্টা অভিযোগ করেন, গোল্ডম্যান একজন অপরাধীর পক্ষে লড়ছেন।
এছাড়া কংগ্রেসের আলাদা শুনানিতে আইসের অ্যাক্টিং ডিরেক্টর টড লিয়ন্স জানান, গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত আইস এর হেফাজতে ৯ জনের মৃত্যু হয়েছে।
অভিবাসীদের আটক রাখা কারাগারগুলোর মানবাধিকার পরিস্থিতি নিয়ে ডেমোক্র্যাটদের সমালোচনার মুখে পড়েন, তিনি। তবে, এসব অভিযোগ অস্বীকার করেন টড।