ইরান হামলার শিকার হলে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাহিনীর কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি।
আল জাজিরা বুধবার জানায়, ইরানের মাশাদে বক্তব্য দেওয়ার সময় দৃশ্যত ইসরায়েলের তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে গত সপ্তাহে ইয়েমেনের হুতিদের হামলার বিষয়টি সামনে আনেন সালামি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হুতিদের চালানো ওই হামলায় বেন গুরিয়ন বিমানবন্দর এলাকার একটি সড়ক ক্ষতিগ্রস্ত হয়।
আইআরজিসি কমান্ডার-ইন-চিফ বলেন, ‘গুরুত্বহীন একটি পয়েন্টকে ক্ষতিগ্রস্ত করা একটি ক্ষেপণাস্ত্র সহ্যের ক্ষমতাই নেই আপনাদের (ইসরায়েল)। যদি আপনাদের মাথার ওপর একসঙ্গে ৬০০ ক্ষেপণাস্ত্র ছুড়ি, তাহলে ১০০টি ভূপাতিত করলেও বাকিগুলোকে কী করবেন?’
ইসরায়েলে হুতিদের হামলার জন্য ইরানের ওপর চরম বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
ইরান ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটিকে অস্ত্র সরবরাহের পাশাপাশি নির্দেশনা দেয় বলে অভিযোগ ইসরায়েলের।