মধ্যপ্রাচ্যে ট্রাম্প, গাজায় নির্বিচার হত্যা ইসরায়েলের

টিবিএন ডেস্ক

মে ১৫ ২০২৫, ১৯:৫৬

রিয়াদে ১৩ মে সৌদি-ইউএস ইনভেস্টমেন্ট ফোরাম চলাকালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফটোসেশনে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ১৫ মে গাজায় ইসরায়েলের হামলায় আহত এক শিশু। ছবি: রয়টার্স

রিয়াদে ১৩ মে সৌদি-ইউএস ইনভেস্টমেন্ট ফোরাম চলাকালে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফটোসেশনে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ১৫ মে গাজায় ইসরায়েলের হামলায় আহত এক শিশু। ছবি: রয়টার্স

  • 0

নাকবা দিবসের ৭৭তম বার্ষিকীতে গাজা উপত্যকায় এ হত্যাযজ্ঞ চালায় ইসরায়েল।

ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচার হত্যা চালাচ্ছে ইসরায়েল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, উপসাগরীয় অঞ্চলে ট্রাম্পের সফর অব্যাহত থাকার মধ্যে গাজায় ফিলিস্তিনিদের ওপর প্রাণঘাতী হামলা বজায় রেখেছে ইসরায়েল।

হাসপাতাল সূত্রের বরাতে সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, বৃহস্পতিবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১১৫ জন ফিলিস্তিনি নিহত হয়, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

নাকবা দিবসের ৭৭তম বার্ষিকীতে গাজা উপত্যকায় এ হত্যাযজ্ঞ চালায় ইসরায়েল। ইসরায়েলের প্রতিষ্ঠার সময় জোরপূর্বক ভূমি থেকে উচ্ছেদকে স্মরণ করতে প্রতি বছর নাকবা দিবস পালন করেন ফিলিস্তিনিরা।

দক্ষিণ ইসরায়েলে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার নিয়ন্ত্রক দল হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই উপত্যকায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়।

অন্যদিকে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৫৩ হাজার ১০ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ১৯ হাজার ৯১৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।