২০০৩ সাল থেকে এভিয়েশন ও মেরিটাইম মিউজিয়ামের আকর্ষণ হয়ে ওঠা বিমানটি বুধবার নিউ জার্সির জার্সি সিটিতে একটি বার্জের মাধ্যমে নদীর তীর থেকে যাত্রা শুরু বৃহস্পতিবার ভোরে ম্যানহাটন নদীর পিয়ার এইটি সিক্স দিয়ে ক্রেনের সাহায্যে হাডসন নদীতে প্রবেশ করে। এসময় জাদুঘরের সোশ্যাল মিডিয়ায় প্রবেশের ভিডিওটি সরাসরি সম্প্রচারিত হয়।
বিমানটি ১৯৭৬ সালে প্রথম আকাশে ওড়ে। ইন্ট্রেপিড বলছে, ১৯৯৬ সালে ২ ঘণ্টা ৫২ মিনিট ৫৯ সেকেন্ডে নিউইয়র্ক থেকে লন্ডন পর্যন্ত উড়ে যাওয়া এই যাত্রীবাহী বিমানের গতিবেগ ছিল ১ হাজার ৩৫৪ মাইল, যা শব্দের গতির দ্বিগুণেরও বেশি।
২০০০ সালের আগস্টে প্যারিসে উড্ডয়নের পরপরই একটি কনকর্ড বিধ্বস্ত হয়ে ১০৯ জন আরোহীর সবাই নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে কনকর্ডসের বিমানগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যায়।
২০০৩ সালের ২৬ নভেম্বর কনকর্ডের সবশেষ ফ্লাইটটি উড্ডয়ন করে। ডেল্টা ফক্সট্রট নামে পরিচিত ওই বিমানটি এখন বৃটেইনের পশ্চিমাঞ্চলের এভিয়েশন মিউজিয়াম অ্যারোস্পেস ব্রিস্টলে রাখা হয়েছে।
আগামী ৪ এপ্রিল থেকে ইন্ট্রেপিডস কনকর্ডের ট্যুর পুনরায় শুরু হবে বলে জানিয়েছে জাদুঘরটি।