ব্রিটেনের দ্য ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, হাসিনার বিরুদ্ধে চলমান মামলার বিচারের রায় হলেই চুক্তির আওতায় ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হবে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কোনো স্থান বাংলাদেশে নেই বলেও সাক্ষাৎকারে মন্তব্য করেছেন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি আরও জানান, ভবিষ্যতে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই সিদ্ধান্ত দেশের রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে নেয়া হবে।
এদিকে বুধবার ঢাকার ফরেইন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম জানিয়েছেন, অরাজনৈতিক সরকার হওয়ার কারণে ভারত থেকে শেখ হাসিনাকে ঠিক কীভাবে ফিরিয়ে আনা যায় সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে।