মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিন মঙ্গলবার সৌদিতে গিয়ে সিরিয়ার ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
সৌদির রাজধানীর রিয়াদে এক বিনিয়োগ ফোরামে ট্রাম্প এ ঘোষণা দেন।
অ্যামেরিকার প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফর শুরুর আগেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নিয়ে খবর প্রকাশ হয়।
সিএনএন জানিয়েছিল, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা কাতার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে ট্রাম্পকে অনুরোধ করতে পারেন, তবে কাতার সফর শুরুর আগেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, নিষেধাজ্ঞার মাধ্যমে গুরুত্বপূর্ণ কর্ম সম্পাদন হয়েছে, তবে সময় এখন সিরিয়ার সামনে এগোনোর।
তিনি বলেন, ‘বড় হওয়ার পথে সুযোগ হিসেবে আমি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞাগুলো বাতিলের আদেশ দেব। এটি তাদের উজ্জ্বল হওয়ার সময়। আমরা তাদের ওপর থেকে (নিষেধাজ্ঞা) তুলে নিচ্ছি।’
ট্রাম্প জানান, চলতি সপ্তাহে তুরস্কে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন অ্যামেরিকার সেক্রেটারি অব স্টেইট মার্কো রুবিও।
তিনি জানান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে আলোচনা সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তে প্রভাব রেখেছে।