কাকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প?

টিবিএন ডেস্ক

জুন ১৭ ২০২৫, ১৭:০৭

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: এনপিআর

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: এনপিআর

  • 0

ট্রুথ সোশ্যালে ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে মঙ্গলবার পরপর কয়েকটি পোস্ট দেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘন ঘন পোস্ট দেওয়ার জন্য পরিচিত অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানে শুক্রবার ইসরায়েলের হামলার পরও এ প্রবণতা অব্যাহত রেখেছেন তিনি। যুদ্ধের বিষয়ে নিজের নানা মত জানিয়ে ট্রুথ সোশ্যালে পোস্ট করে যাচ্ছেন রিপাবলিকান প্রেসিডেন্ট।

ট্রুথ সোশ্যালে ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে মঙ্গলবার পরপর কয়েকটি পোস্ট দেন ট্রাম্প। সর্বশেষ পোস্টে তিনি বলেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ।’

সে পোস্টে কাকে আত্মসমর্পণ করতে বলেছেন, সে রকম কোনোকিছু বলেননি অ্যামেরিকার প্রেসিডেন্ট। যদিও তার আগের পোস্টগুলোতে ইরানের উদ্দেশে কিছু বক্তব্য দিয়েছেন তিনি।

সর্বশেষ পোস্টের তিন মিনিট আগে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, “তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন, তা আমরা সঠিকভাবে জানি। তাকে লক্ষ্যবস্তু বানানো সহজ, তবে সেখানে তিনি নিরাপদে আছেন।

“আমরা তাকে হত্যা করতে যাচ্ছি না; অন্তত আপাতত নয়, তবে আমরা বেসামরিক নাগরিক বা অ্যামেরিকান সেনাদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চাই না। আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। এ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ!”

এ পোস্টের আগে ট্রুথ সোশ্যালে অন্য একটি পোস্টে ট্রাম্প বলেন, ‘ইরানের আকাশসীমা এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে।’

ট্রাম্প এমন বক্তব্য দিলেও ইরান যুদ্ধে সরাসরি সম্পৃক্তির বিষয়ে কোনো ঘোষণা দেয়নি অ্যামেরিকা।