ইসরায়েলের দখলকৃত এলাকাগুলোকে বসবাসের অযোগ্য করার হুমকি ইরানের

টিবিএন ডেস্ক

জুন ১৫ ২০২৫, ২০:৪৫

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাইয়াদ। ছবি: ইরনা

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাইয়াদ। ছবি: ইরনা

  • 0

ইসরায়েলের দখলকৃত এলাকার বাসিন্দাদের উদ্দেশে সাইয়াদ বলেন, ‘আগামী দিনগুলোর জন্য আপনাদের জন্য সতর্কবার্তা: দখলকৃত অঞ্চলগুলো ছেড়ে দিন। কারণ সুনিশ্চিতভাবে ভবিষ্যতে বাসযোগ্য থাকবে না এগুলো।’

ইসরায়েলের দখলকৃত এলাকাগুলোকে বসবাসের অযোগ্য করে তোলার হুমকি দিয়েছে ইরান। সেসব এলাকা থেকে ইসরায়েলিদের সরে যাওয়ার তাগিদও দিয়েছে দেশটি।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাইয়াদ রবিবার এ হুমকি দেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

এর কিছু সময় আগে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করে ইরান।

ইসরায়েলের দখলকৃত এলাকার বাসিন্দাদের উদ্দেশে সাইয়াদ বলেন, ‘আগামী দিনগুলোর জন্য আপনাদের জন্য সতর্কবার্তা: দখলকৃত অঞ্চলগুলো ছেড়ে দিন। কারণ সুনিশ্চিতভাবে ভবিষ্যতে বাসযোগ্য থাকবে না এগুলো।’

ইসরায়েলিদের উদ্দেশে তিনি আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী গত কয়েক দিনে বারবার ইসরায়েলের সংবেদনশীল অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে সামরিক ও নিরাপত্তা স্থাপনা, সিদ্ধান্ত প্রণয়ন কেন্দ্র এবং ইসরায়েলি কমান্ডার ও সামরিক বিজ্ঞানীদের আবাসস্থল।

কর্নেল সাইয়াদ ইসরায়েলিদের সতর্ক করে বলেন, ‘অতএব আমরা জোর দিয়ে বলতে চাই, আপনাদের মানবঢাল হিসেবে ব্যবহার করতে দেবেন না অপরাধী সরকারকে।’

তিনি আরও বলেন, ভূগর্ভস্থ এলাকায় আশ্রয় ইসরায়েলিদের নিরাপত্তার নিশ্চয়তা দেবে না।

সতর্কতায় কর্ণপাত না করলে ইসরায়েলিদের কপালে আরও যন্ত্রণা আছে বলেও মন্তব্য করেন এ সামরিক কর্মকর্তা।