প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যে ঘোষণা দিয়েছেন, তাকে স্বাগত জানিয়েছে অ্যামেরিকাভিত্তিক মুসলিমদের নাগরিক অধিকার সংগঠন কাউন্সিল অন অ্যামেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর)।
সংগঠনটির ভাষ্য, ১৩ বছর গৃহযুদ্ধের পর ট্রাম্পের এ সিদ্ধান্ত সিরিয়াকে নতুন পথে চলতে সহায়তা করবে।
আল জাজিরা বুধবার জানায়, সিরিয়ার ভূখণ্ডে সামরিক কর্মকাণ্ড বন্ধে ইসরায়েলকে তাগিদ দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে সিএআইআর।
প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর থেকে দখলকৃত গোলান মালভূমির আশপাশের জায়গা দখলে নিতে চাইছে ইসরায়েল। দেশটি সিরিয়ার সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
সিএআইআর নিহাদ আওয়াদ এক বিবৃতিতে বলেন, ‘মুক্ত দেশ সিরিয়ার ওপর থেকে আসাদ সংশ্লিষ্ট সব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেওয়ায় আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করছি। এটি গুরুত্বপূর্ণ ও স্বাগত জানানোর মতো পদক্ষেপ।
‘সিরিয়ায় বোমা হামলা বন্ধ এবং অবৈধভাবে দখলকৃত সিরিয়ার ভূখণ্ড থেকে সরে আসতে ইসরায়েলি সরকারের কাছে দাবি জানানোর জন্যও আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসাহ দিচ্ছি। সিরিয়ার জনগণকে অবশ্যই বিদেশি নিষেধাজ্ঞা, দখলদারি ও হস্তক্ষেপ মুক্ত হয়ে তাদের দেশ পুনর্গঠনে সক্ষম হতে হবে।’
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম মধ্যপ্রাচ্য সফরের শুরুর দিন মঙ্গলবার সৌদিতে গিয়ে সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন ডনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণায় উল্লাস প্রকাশ করেছে সিরিয়ার জনগণ।